সুন্দর ঠোঁটের জন্য

সুন্দর গোলাপি ঠোঁট কে না চায়! তবে প্রায়ই বিভিন্ন বদভ্যাস এবং রোদে পুড়ে ঠোঁট কালচে হয়ে যায়।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2014, 03:40 AM
Updated : 9 Sept 2014, 03:40 AM

তবে সচেতন হলে ঠোঁটের কালচেভাব দূর করা সম্ভব।

- অতিরিক্ত চা পান ঠোঁটকে কালচে করে তুলে। দিনে দুই কাপ চা পান করা খুবই স্বাভাবিক। তবে এর বেশি চা পান করলে ঠোঁট কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

- যারা নিয়মিত ধূমপান করেন, তাদের ঠোঁট কালচে হয়ে যায়। তাই ঠোঁটের স্বাভাবিক রং ফিরিয়ে আনতে ধূমপান ছেড়ে ঠোঁটে ভ্যাসলিন লাগাতে হবে। তাহলেই অধর হবে স্বাভাবিক।

- আমাদের ত্বকই শুধু রোদে পুড়ে কালো হয়ে যায়, এটি ঠিক নয়। ঠোঁট রোদে পুড়ে ‘ট্যান’ হয়ে যেতে পারে। তাই এসপিএফ থার্টি যুক্ত লিপবাম ব্যবহার করা উচিত।

- ঠোঁটের আদ্রতা বজায় রাখা খুবই জরুরি। তাই প্রচুর ফলমূল এবং শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

প্রতীকী ছবির মডেল: নায়লা।

ছবি: ই স্টুডিও।