শিশুর ডায়াবেটিস

সকালে নিয়মিত নাস্তা খাওয়ার অভ্যাস শিশুদের ডায়বেটিসের ঝুঁকি কমিয়ে দিতে পারে, এমনটাই গবেষকদের দাবী।

মামুনুর রশীদ শিশিরআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2014, 02:45 PM
Updated : 4 Sept 2014, 02:45 PM

সেইন্ট জর্জ ইউনিভার্সিটি অফ লন্ডনের নতুন এক গবেষণায় জানা গেছে, সকালের নাস্তায় নিয়মিত পুষ্টিকর খাবার খেলে শিশুদের টাইপ ২ ডায়বেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।

“উচ্চ ফাইবারযুক্ত সিরিয়াল এক্ষেত্রে সবচাইতে উপকারী” এমনটাই বলেন প্রধান গবেষক অ্যাঞ্জেলা ডোনিন।

গবেষকরা ব্রিটেনের ৯ থেকে ১০ বছর বয়সী মোট ৪ হাজার ১১৬ জন ছেলে-মেয়ের খাদ্যাভ্যাস পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছান। এছাড়াও পরীক্ষা করা হয় রক্তে ডায়বেটিসের ঝুঁকি চিহ্নিতকারী ইনসুলিন, গ্লুকোজ ও গ্লাইকেটেড হিমোগ্লোবিন ইত্যাদি।

এদের মধ্যে ২৬ শতাংশ ছেলে-মেয়ে সকালের নাস্তা অনিয়মিত।

রক্ত পরীক্ষার মাধ্যমে তাদের টাইপ ২ ডায়বেটিসে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনাও পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা।

পিএরওএস মেডিসিনের জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়।