এনার্জি ড্রিংকস ক্ষতিকর

'এনার্জি ড্রিংকস' এই সময়ের তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে এই পানীয় হৃদযন্ত্রের ঝামেলা তৈরি করতে পারে।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 02:02 PM
Updated : 1 Sept 2014, 02:03 PM

ফ্রান্সের অধ্যাপক মিলু ড্যানিয়েল ড্রিকি বলেন, "অনেকেই পরপর অনেকগুলো এনার্জি ড্রিংক পান করে। এরফলে কণ্ঠনালীতে প্রদাহ, অনিয়মিত হৃদস্পন্দন এমনকি হঠাৎ মৃত্যুও হতে পারে।"

স্পেইনের বার্সেলোনাতে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি (ইএসসি) কংগ্রেসে বক্তব্য প্রদানের সময় তিনি এই তথ্য দেন।

অধ্যাপক মিলু আরও জানান, এই ধরনের এনার্জি ড্রিংকসে শতকরা প্রায় ৯৬ ভাগ ক্যাফেইন থাকে। যেখানে দুটি এসপ্রেসোতে থাকে মাত্র ০.২৫ লিটার ক্যাফেইন।

"ক্যাফেইন থেকে তৈরি সমস্যার মধ্যে আছে মাথাব্যথা, হাত-পা কাঁপা, মানসিক চাপ ও দ্রুত হৃদস্পন্দন।" বলেন অধ্যাপক মিলু।

ক্যাফেইন এমন একটি উপাদান, যা শরীরে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে হৃদপিণ্ডের কোষে প্রচুর পরিমানে ক্যালশিয়াম প্রস্তুত করে। এরফলে অনিয়মিত হৃদস্পন্দন হয় এবং হৃদপিণ্ডের সঙ্গে অক্সিজেন যুক্ত হতে সমস্যা তৈরি করে।

মিলু বলেন, "ডাক্তাদের উচিত এনার্জি ড্রিংকসের ক্ষতিকর দিকগুলো হার্টের রোগিদের জানানো। পাশাপাশি তরুণদের এই বিষয়ে সচেতন করাও দরকার।"