ই-সিগারেটও ক্ষতিকর

সিগারেটের ক্ষতিকারক নিকোটিন থেকে বাঁচতে বা সিগারেটের আসক্তি কাটাতে বিকল্প হিসেবে ই-সিগারেটকে বেছে নিয়েছেন অনেকেই। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে সম্পূর্ণ নিকোটিনমুক্ত নয় ই-সিগারেট।

মামুনুর রশীদ শিশিরআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 12:43 PM
Updated : 31 August 2014, 12:43 PM

আমেরিকার ইউনিভার্সিটি অফ মায়ামির অধ্যাপক হারমান চ্যাংয়ের নেতৃত্বে এই গবেষণায় জানা গেছে, ই-সিগারেটেও কিছু পরিমাণ নিকোটিন থাকে, যার অতিরিক্ত সেবন শরীরের মাসকুলোস্কেলেটাল সিস্টেম বা অস্থি-পেশী কার্যকলাপের জন্য ক্ষতিকারক।

হারমান চ্যাং বলেন, “ধূমপানের ক্ষতি কমিয়ে আনার জন্য ই-সিগারেটের সাহায্য নেন অনেকেই। তবে গবেষণায় আমরা দেখেছি অতিরিক্ত সেবনের কারণে ই-সিগারেট হাড়ের ক্ষতি করে থাকে।”

চ্যাং বলেন, “মাত্রাতিরিক্ত নিকোটিন শরীরের পেশী, ত্বক ও হাড়ের ক্ষতপূরণকারী কোষগুলো নষ্ট করে ফেলে। ফলে অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের পেশী, ত্বক ও হাড়ের ক্ষত সেরে উঠতে বেশি সময় লাগে। এছাড়াও সাধারণ কোষের অস্থিকোষে পরিণত হওয়ার প্রক্রিয়াকেও ব্যহত করে নিকোটিন।”

পেশী ও হাড়ের ক্ষতপূরণে নিকোটিনের প্রভাব নিয়ে করা এই গবেষণায় পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ একত্রিত করেছেন হারমান চ্যাং।

গবেষণার ফলাফল প্রকাশ করা হয় গ্লোবাল জার্নাল অফ মেডিকাল রিসার্চ-এ।