নারীদের ‘টেক্সটিং’ প্রীতি

প্রযুক্তির প্রতি পুরুষদের দুর্বলতা বেশি, এটি একটি প্রচলিত ধারনা। তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোন বা অন্য মাধ্যমে ‘টেক্সটিংয়’-এর প্রতি মেয়েদের দুর্বলতাই বেশি।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 12:02 PM
Updated : 31 August 2014, 12:15 PM

জরিপে দেখা গেছে, ফোনে টেক্সটিং এবং ই-মেইলে আলাপ চালাতে মেয়েরাই বেশি পছন্দ করে। কলেজ পড়ুয়া মেয়েদের মধ্যে ৬০ শতাংশ প্রায় সারাক্ষণই মোবাইলের পিছনে সময় দিয়ে থাকে।

বেলর ইউনিভার্সিটি'স হ্যাঙ্কামার স্কুল অফ বিজনেস-এর জেমস রবার্টস বলেন, “স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীরা গড়ে প্রায় ১০ ঘন্টা সময় কাটায় সেলফোনে। আর একই বয়সী ছেলেরা ব্যয় করে প্রায় আট ঘন্টা সময়।”

জরিপে দেখা গেছে মেয়েরা গড়ে প্রায় ৯৫ মিনিট ব্যয় করে টেক্সটিংয়ের পিছনে। ছেলেরা দিনে মেয়েদের সমপরিমাণ টেক্স পাঠালেও তারা ব্যয় করে আরও কম সময়।

শুধু তাই নয়, ফোন এবং ইমেইল ছাড়াও সোশাল মিডিয়া সাইটগুলোর পিছনেও মেয়েরা বেশি সময় দিয়ে থাকে।

অনলাইনে এই জরিপটি চালানোর মধ্য দিয়ে এই সিদ্ধান্ত নেন গবেষকরা। তারা জানান, ফেইসবুক, টুইটার, ইন্সটাগ্রামের মতো সাইটগুলোতে মেয়েরা বেশি সময় দিয়ে থাকে।