ফ্যাশন ভাবনা বাড়ায় মানসিক চাপ

গ্রীষ্ম থেকে শীত, মৌসুম পরিবর্তনের সময়ে বেশিরভাগ ছেলে মেয়েরাই তাদের পোশাক ও অনুষঙ্গে পরিবর্তন আনার চেষ্টা করেন।

ইরা ডি. কস্তাআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 11:27 AM
Updated : 30 August 2014, 11:27 AM

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ফ্যাশনে পরিবর্তন আনার ভাবনায় অনেকেই মানসিক চাপ এবং অবসাদে ভোগেন।

ব্রিটিশ ট্যাবলয়েড ফিমেলফার্স্ট কো-এর এক প্রতিবেদনে জানা যায়, শীতকাল আসার প্রায় মাসখানের আগে থেকেই নতুন করে কেনাকাটার পরিকল্পনা শুরু হয়। আর সম্পূর্ণ নতুন করে নিজেদের ওয়ারড্রব সাজাতে গিয়ে একসঙ্গে অনেকগুলো টাকা খরচ হয়ে যায়।

এ বিষয়ে জরিপ চালায় একটি ই-কমার্স সাইট কিউভিসি। জরিপে প্রায় ৬৩ শতাংশ প্রাপ্ত বয়ষ্ক ছেলে-মেয়েরা স্বীকার করেন যে, আসন্ন শীতের জন্য নতুন করে কাপড় ও অনুষঙ্গ কিনতে গিয়ে তাদের বেশি টাকা খরচ হয়ে যায়। আর এটি নিয়ে তাদের বেশ আফসোসও হয়।

কিউভিসি-এর ফ্যাশন বায়িংয়ের প্রধান নিক চাকলে বলেন, “গ্রীষ্ম এবং শীতের মাঝামাঝি সময় বেশিরভাগ মানুষই তাদের স্টাইল এবং ফ্যাশন নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকেন। আর এটি অবাক হওয়ার মতো বিষয় নয়।”

তবে টাকার পরিমাণই যে একমাত্র দুশ্চিন্তার কারণ তা নয়, নিজের সঙ্গে মানানসই পোশাক না পাওয়া এবং পছন্দ অনুয়ায়ী পোশাক না পাওয়ার কারণেও অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। তাছাড়া নতুন ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে গিয়েও মানসিক চাপে পড়েন অনেকে।

জরিপে দেখা গেছে ১৮ থেকে ২৪ বছর বয়সী ছেলে মেয়েরাই পোশাকের এই পরিবর্তন নিয়ে বেশি চিন্তায় থাকেন।