সকালে করণীয়!

সারাদিন চাঙ্গা থাকতে সকালবেলা ঠাণ্ডা পানি এবং বাদাম খান। আর করুন হালকা ব্যায়াম। এই সহজ রুটিনটি সারাদিন সুস্থ থাকতে সাহায্য করবে।

ইরা ডি. কস্তাআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 01:46 PM
Updated : 22 August 2014, 02:16 PM

সকলে ঘুম থেকে উঠার পর কী করলে সারাদিন সবল থাকবেন সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন একটি স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চিরাগ শেঠি।

- সকালে ঠান্ডা পানি পান করুন। ঠান্ডা পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার পাশাপাশি হজমেও সহায়তা করে।

- সকালে ৬ থেকে ১০টি কাজুবাদাম এবং আখরোট খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এটি সারাদিনের হজমে সহায়তা করবে।

- সকালের নাস্তা হওয়া উচিত সারাদিনের সব থেকে পরিপূর্ণ খাবার। সকালের খাবারে কার্বোহাইড্রেট এবং প্রোটিনযুক্ত খাবার থাকা খুবই জরুরি।

- সকালে ঘুম থেকে উঠার পরই হাত পা নাড়িয়ে হালকা ব্যায়াম করে নেওয়া উচিত। কারণ সারারাত হাত-পায়ের নাড়াচাড়া কম হয়। তাই সকালে হালকা ব্যায়াম পেশী সচল করতে সহায়তা করবে।

- যতটা সম্ভব হাঁটার অভ্যাস গড়ে তুলুন। কারণ শরীরের অতিরিক্ত ক্যালোরি ঝরাতে হাঁটার জুড়ি নেই।

- কাজুবাদাম, আখরোট ইত্যাদি যে কোনও ধরনের বাদাম শক্তির অন্যতম উৎস। ব্যায়ামের পর শরীরে শক্তির যোগান হিসেবে বাদাম দারুণ কার্যকর।

- সকালে মেডিটেশন করার অভ্যাস করুন। এতে দুশ্চিন্তা এবং অবসাদ দূর হবে এবং চিন্তাশক্তি বৃদ্ধি পাবে।

ছবি: রয়টার্স