কর্মক্ষেত্রে দুশ্চিন্তা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, চাকরি এবং কর্মক্ষেত্রে যারা বেশি দুশ্চিন্তায় ভুগছেন, তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি।

ইরা ‍ডি. কস্তাআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2014, 11:56 AM
Updated : 10 August 2014, 11:56 AM

যারা কর্মক্ষেত্রে চাপে থাকেন এবং চাকরি নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় ৪৫ শতাংশ বেশি বলে জানা গেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর এনভায়রনমেন্টাল হেল্থের অধ্যাপক কারেল হেঞ্জ লাডোউইগ বলেন, “গুরুতর মানসিক চাপের কারণে শরীরের উপর প্রভাব পড়ে। আর এ থেকে ডায়াবেটিসের মতো নানান ধরনের রোগ হতে পারে। এগুলো থেকে রক্ষার উপায় জানতেই এই জরিপ চালানো হয়।”

উপাত্ত থেকে জানা যায়, পাঁচ জনের মধ্যে একজন চাকরিজীবী গুরুতর মানসিক চাপে ভুগে থাকেন। এই গবেষণা চালাতে ২৯ থেকে ৬৬ বয়ষ্ক প্রায় ৫ হাজার ৩শ' জনের তথ্য সংগ্রহ করা হয়।

গবেষণার শুরুতে এদের ডায়াবেটিস ছিল না। প্রায় ১৩ বছর পর্যবেক্ষণের পর দেখা যায় এদের মধ্যে তিন’শ জন টাইপ টু ডায়বেটিসে ভুগছেন।

কর্মক্ষেত্রে মানসিক চাপের কারণে ডায়বেটিসসহ স্থুলতা এবং এ ধরনের সমস্যার ঝুঁকি বাড়ে।

ছবির প্রতীকী মডেল: আলিফ।

ছবি: ই স্টুডিও।