খরচ বাড়ায় নস্টালজিয়া

কেনাকাটা করার সময় পুরান দিনের কথা মনে না করাই ভালো।

ইরা ডি. কস্তাআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 11:16 AM
Updated : 1 August 2014, 11:16 AM

কারণ পুরানো দিনের স্মৃতি অতিরিক্ত খরচের প্রবণতা বাড়িয়ে দিতে পারে, সাম্প্রতিক এক গবেষণায় এমনটাই জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিনেসোটার ক্যাথলিন ভোস বলেন, “স্মৃতিকাতর হলে মানুষের মধ্যে টাকা খরচের প্রবণতা বাড়িয়ে দেয়— এটা সত্যি আমাদের অবাক করেছে। দেখা গেছে স্মৃতিকারতার কারণে মানুষের টাকার প্রতি মায়া কমে যায়।”

এ বিষয়টি প্রমাণের জন্য গবেষকরা ছয় জনের উপর পরীক্ষা চালান। পুরানো দিনের স্মৃতিরমন্থনের কারণে তারা টাকা খরচে বেশি আসক্ত হয়ে পড়ে।

গবেষণায় দেখা গেছে, যখন একজন ক্রেতা বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন তখন টাকা খরচের ক্ষেত্রে অতটা উদারতা দেখান না। তবে পুরান দিনের কথা চিন্তা করার সময়ই তারা বেশি টাকা খরচ করে থাকেন।

ভোক্তা গবেষণা বিষয়ক একটি জার্নালে এই গবেষণার ফলাফলটি প্রকাশ করা হয়।