এমদাদ হকের চোখে স্টুডিও এমদাদের তিনজোড়া পোশাক

স্টুডিও এমদাদের কর্ণধার, এমদাদ হক তার এবারের ঈদ আয়োজনে প্রাধান্য দিয়েছেন ভেলভেট, ধুপিয়ান, কাতান এবং লিলেন কাপড়।

ইরা ডি. কস্তাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 01:46 PM
Updated : 23 July 2014, 06:19 PM

এসব কাপড়ই প্রাধান্য পেয়েছে এবারের ঈদ আয়োজনে। আর ডিজাইনের ক্ষেত্রে এসেছে কারচুপি। ডিজাইনার পোশাকের মধ্যে তিনটি পাঞ্জাবি, শাড়ি এবং সালোয়ার কামিজ নিয়ে কথা বলেছেন এমদাদ হক।

কালো ভেলভেটে, পার্টি ওয়্যার

কালো ভেলভেটে, পার্টি ওয়্যার

পুরো কালো ভেলভেট কাপড়ের উপর সোনালি কারচুপি নকশা দিয়ে এমদাদ হক ডিজাইন করেছেন তার পছন্দের এই পাঞ্জাবি, দাম তিন হাজার টাকা। কালো ভেলভেট হাফ শাড়ির সঙ্গে লালের সংমিশ্রণে পার্টি শাড়ির দাম সাড়ে ৬ হাজার টাকা। শাড়ির পাড়জুড়ে রয়েছে ঘন কারচুপির কাজ।

ধুপিয়ান পাঞ্জাবি ও কাতান শাড়ি

ধুপিয়ান পাঞ্জাবি ও কাতান শাড়ি

ময়ূরকন্ঠী-নীল রংয়ের ধুপিয়ান কাপড়ের উপর কারচুপি কাজ করা পাঞ্জাবি। দাম দুই হাজার টাকা। লাল কাতান শাড়ির উপর মাল্টি কালারের ব্রকেটের কাজ দিয়ে ডিজাইন করা হয়েছে ট্রেডিশনাল শাড়িটিতে। দাম পাঁচ হাজার টাকা।

লিলেনের পাঞ্জাবি ও কামিজ

লিলেনের পাঞ্জাবি ও কামিজ

এমদাদের পছন্দের তালিকায় এই কামিজে কালো রংয়ের লিলেন কাপড়ের গলায় করা হয়েছে ভারি কারচুপির কাজ। সঙ্গে আছে সোনালি রংয়ের টিস্যু ওড়না। দাম চার হাজার টাকা। ফতুয়া, সাদা লিলেন কাপড়ের উপর নীল এবং সবুজ কাপড়ের লেইস বসানো হয়েছে। দাম দু’হাজার টাকা।