কুকুর পালনে কমবে মনের বয়স

কুকুর ভালোবাসেন! তাহলে বাসায় নিয়ে আসুন নিজের পছন্দমতো কুকুর। এটি শখ পূরণের পাশাপাশি আপনার মনের বয়সও প্রায় ১০ বছর কমিয়ে দিবে।

ইরা ডি. কস্তাআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 02:19 PM
Updated : 22 July 2014, 02:30 PM

এক জরিপ থেকে জানা গেছে, যারা কুকুর পালেন, তাদের শারীরিক বয়সের তুলনায় তাদের মনের বয়স প্রায় ১০ বছর কম।

নিরীক্ষার ফলাফল থেকে জানা যায়, বয়ষ্ক মানুষের মানসিক স্বাস্থ্যে অনেক প্রভাব ফেলে ঘরের পোষা কুকুর। দেখা গেছে পোষা কুকুর আছে এমন ৬৫ বছর বয়সী একজন ব্যক্তির মানসিক বয়স ৫৫।

ব্রিটেনের ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজ-এর ঝুচাং ফেং বলেন, “গবেষণায় দেখা গেছে, ৬৫ বছর বা এর উপরের বয়সী যারা কুকুর পালেন তারা অন্যদের তুলনায় বেশি পরিমাণে শারীরিক কর্মকাণ্ডে স্বক্রিয়। অর্থাৎ এই বয়সে যারা কুকুর পালেন তারা অন্যদের তুলনায় বেশি কর্মঠ।”

৫৪৭ জন্য প্রায় একই বয়সী বৃদ্ধের উপর এই জরিপ চালানো হয়। ফলাফল থেকে জানা যায়, বয়ষ্কদের মধ্যে যারা কুকুর পালেন তারা যে শুধু কর্মঠ তাই নয়, বরং বয়সের তুলনায় তারা বেশ কর্মচঞ্চল।

ফেং বলেন, “কুকুরের মালিকরা শারীরিকভাবে কর্মঠ হওয়ার পাশাপাশি অন্যান্য অনেক সমস্যা থেকেও দূরে থাকতে পারেন। তবে শুধু মানসিক নয়, সামাজিক ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতেও সহায়তা করে কুকুর পালনের শখ।”