নিজেই বানান ঈদকার্ড

ডিজিটাল যুগে মোবাইলে ম্যাসেজ আর ফেইসবুকের ওয়ালে শুভেচ্ছা জানিয়ে পার পেয়ে যেতে চান প্রায় সবাই।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 02:57 AM
Updated : 20 July 2014, 03:03 AM

তবে যারা প্রিয় মানুষকে নিজের হাতের স্পর্শ মাখা কার্ডে শুভেচ্ছা দিতে চান তাদের জন্য এই কার্ড বানানোর পদ্ধতি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদের ছাত্র মাহমুদ হাসান রিয়াজ একজন শখের ওরিগামি শিল্পী। ফেইসবুকে তার ভাজবিন্যাস (facebook.com/vaj.binnash) পেইজে প্রায়ই কাগজের তৈরি নানান রকম প্রতিকৃতি উপস্থাপন করেন।

তিনি দিয়েছেন সহজে ঈদকার্ড বানানোর পদ্ধতি। 

প্রয়োজনীয় উপকরণ

১. মডেল পেপার (নীল, লাল, হলুদ ও সাদা) A4 সাইজ।

২. A4 পেপার।

৩. অ্যান্টিকাটার বা কাঁচি।

৪. সুতা।

৫. আইকা।

পদ্ধতি

১ নং ছবির মতো নীল রংয়ের পেপারে প্রিন্ট করতে হবে। অথবা হাতে একেঁ নিন।

২ নং ছবির মতো করে কাঁচি বা এন্টিকাটার দিয়ে কেটে নিন। কাগজের দুই কোণায় বৃত্ত আঁকা জায়গায় ছিদ্র করুন।

৯নং ছবি, কভারের মাঝ বরাবর ভাজ ও মসজিদের ছবি পেস্ট করা।

৩নং ছবি, নির্দিষ্ট দাগ বরাবর ভাজ করা।

৩ ও ৪ নং ছবির মতো করে কাটা অংশগুলো ভাজ করুন।

৫ নং ছবির মতো লাল মডেল পেপার কেটে ঈদ মুবারক লিখে নিন বা, লাল মডেল পেপারে প্রিন্ট করে ছবির মতো আকারে কেটে নিন।

৬ নং ছবির মতো A4 পেপারে মসজিদ ও চাঁদ-তারা এঁকে সাদা, লাল ও নীল মডেল পেপারে মাপ দিয়ে কেটে নিন। প্রিন্ট করে কেটে নিতে পারলে ভালো হয়। প্রতিটি ডিজাইন আলাদা আলাদা করে কাটুন।

৭নং ছবি, সুতায় ঈদ মুবারাক লেখা পেস্ট করা।

৮নং ছবি, সুতা ঝুলানো ও আটকে দেওয়া।

৭ নং ছবির মতো করে কেটে রাখা ঈদ মুবারক ও চাঁদ-তারা আইকা দিয়ে সুতায় ভালোভাবে জুড়ে দিতে হবে। এক্ষেত্রে দুটি আলাদা সুতায় দুই লাইনে, ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে জোড়া দিন।

৮ নং ছবির মতো নীল মডেল পেপারের ছিদ্র করা জায়গায় ঈদ মুবারাক ও চাঁদ-তারা লাগানো সুতা দুটি ঝুলিয়ে, পেপারের পিছনে আটকিয়ে দিন।

কার্ডের ভেতরের মূল অংশের কাজ শেষ।

৫নং ছবি, লাল মডেল পেপারে ঈদ মুবারাক লিখে কেটে নেওয়া।

৬নং ছবি, মডেল পেপারে আলাদা করে রাখা ও কেটে নেওয়া।

৯ নং ছবির মতো একটি হলুদ রংয়ের মডেল পেপার ঠিক মাঝ বরাবর ভাজ করুন। এখন উপরের অংশে আগে কেটে রাখা মসজিদের নকশায় কাটা কাগজগুলো ছবির মতো করে একটার উপর একটা জুড়ে দিন।

১০ নং ছবির মতো করে কার্ডের মূল অংশ বা নীল কার্ডের পেছনে আইকা লাগিয়ে কভার বা হলুদ কাগজের ভেতর দিকে জুড়ে দিন।

এখন তৈরি আপনার হাতে বানানো ঈদকার্ড।