ছেলেরা ৩৯ এর পর আকৃষ্ট করার ক্ষমতা হারায়!

৩৯ বছরের ছেলেদের প্রতি মেয়েরা তেমন কোনও আকর্ষণ অনুভব করেন না।

ইরা ডি. কস্তাআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2014, 12:45 PM
Updated : 15 July 2014, 02:34 PM

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ছেলেদের বয়স ৩৯ হওয়ার পর তাদের বাহ্যিক আকর্ষণ কমে যায়। তখন তাদের প্রতি কোনো তরুণী সেভাবে আকৃষ্ট হয় না।

কারণ এই বয়সের পুরুষদের মধ্যে ‘বাবা বাবা ভাব’ দেখা যায়।

ক্রাউন ক্লিনিক, ম্যানচেস্টারের এক জরিপে উঠে আসে এই বিষয়। তাদের নিরীক্ষায় দেখা গেছে ৩৯-এর পর হঠাৎ করেই পুরুষদের আকর্ষণীয়ভাব কমে যায়।

জরিপে দেখা যায় শতকরা ৫২জন মেয়ে, ৪০ বছর বা এর বেশি বয়সের ছেলেদের প্রতি তেমন কোনো আগ্রহ পান না। এই বয়সের ছেলেদের পাকা চুল, ‘ডাবল চিন’, খারাপ দাঁত এবং চুল পাতলা হয়ে যাওয়া জন্য এরকম হয় বলে জরিপের ফলাফলে উল্লেখ করা হয়।

ডেইলি মেইলে প্রকাশিত এই জরিপের ফলাফলে আরও জানানো হয়, ১০ জন মেয়ের মধ্যে ৬ জনের মত হচ্ছে, ত্রিশের শেষ কোঠায় বেশিরভাগ পুরুষদের প্রতি তারা তেমন কোনো আকর্ষণ খুঁজে পাননা।