রিসোর্টে ঈদের ছুটি

নির্ঝঞ্ঝাট, নিরিবিলি ছুটি কাটানোর জন্য রিসোর্টের জুড়ি নেই। নিজের মতো ঘুরে বেড়াও, আর খাওয়ার সময় খাও।

মুস্তাফিজ মামুনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2014, 03:35 AM
Updated : 13 July 2014, 11:13 AM

বাংলাদেশের বিভিন্ন স্থানে রয়েছে সুন্দর সুন্দর বেশ কিছু রিসোর্ট। যেখানে নিরিবিলি শান্ত পরিবেশে প্রকৃতির কাছে কিছুটা সময় পার করা যায়।

এরকম কিছু রিসোর্ট নিয়েই এই প্রতিবেদন।

নাজিমগড় রিসোর্ট

সিলেটের খাদিমনগরে অত্যাধুনিক রিসোর্ট নাজিমগড়। বিশাল সবুজ চত্বরের মাঝে এ রিসোর্টে আছে ছোট ও বড়দের জন্য পৃথক সুইমিং পুল, স্পা, স্টিম বাথ, জ্যাকুজিসহ নানান সুবিধা। আধুনিক মানের কয়েকটি রেস্তোরাঁও আছে। এছাড়া সিলেটের সীমান্তবর্তী সারি নদীর লালাখালে নাজিমগড়ের আরো দুটি রিসোর্ট আছে। এ দুটিও চমৎকার। প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রয়োজনীয় তথ্য www.nazimgarh.com     

শ্রীমঙ্গলে গ্রান্ড সুলতান রিসোর্ট অ্যান্ড গলফ। ছবি: প্রতিষ্ঠানের সৌজন্যে।

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট

চা রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রয়েছে আধুনিক মানের এই রিসোর্ট। শ্রীমঙ্গল শহর ছেড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আগে ভানুগাছ সড়কে বিশাল জায়গাজুড়ে এর অবস্থান। আধুনিক রিসোর্টের সব সুবিধাই আছে এখানে। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.grandsultanresort.com

দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা

মৌলভীবাজারের গিয়াসনগরের শ্রীমঙ্গল রোডে আধুনিক এ রিসোর্টের অবস্থান। এথানেও আছে আধুনিক সব সুযোগ সুবিধা। এছাড়া মৌলভীবাজারের বিভিন্ন চা বাগান আর লাউয়াছড়া জাতীয় উদ্যানও এ রিসোর্ট থেকে কাছাকাছি দূরত্বে। ওয়েবসাইট www.dusairesorts.com

মৌলভীবাজারের গিয়াসনগরে দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা। ছবি: প্রতিষ্ঠানের সৌজন্যে।

সিলেটের খাদিমনগরে শুকতারা প্রকৃতি নিবাস। ছবি: মুস্তাফিজ মামুন।

শুকতারা প্রকৃতি নিবাস

সিলেটের খাদিমনগরের উদ্দীনের টিলায় সবুজে ঘেরা প্রায় ৭ একর জায়গা জুড়ে আছে শুকতারা প্রকৃতি নিবাস। রিসোর্টের পাশেই আছে খাদিম আর বরজানের চা-বাগান। আরেকটু দূরেই খাদিমনগর জাতীয় উদ্যান। পাহাড়ের উপর এ রিসোর্টে আছে কয়েকটি আধুনিক মানের ইকো কটেজ, উন্নত রেস্তোরাঁ, সুইমিংপুল ইত্যাদি। বিস্তারিত জানা যাবে www.shuktararesort.com

টি রিসোর্ট

শ্রীমঙ্গল শহর ছেড়ে কমলগঞ্জ যেতে ভানুগাছ সড়কে অবস্থিত মনোরম রিসোর্টের সামনেই বিস্তৃত চা-বাগান। টিলার উপরে আছে বেশ কয়েকটি কটেজ। একেকটি কটেজে ২-৩টি কক্ষ। এছাড়াও আছে সুইমিংপুল, রেস্তোরাঁ ইত্যাদি। ওয়েবসাইট www.teaboard.gov.bd/Admin/notice/Brochure4.pdf

শ্রীমঙ্গলের টি রিসোর্ট। ছবি: মুস্তাফিজ মামুন।

চট্টগ্রামের ফয়স’ লেকের পাশে ফয়স লেক রিসোর্ট। ছবি: প্রতিষ্ঠানের সৌজন্যে।

ফয়স লেক রিসোর্ট

প্রকৃতির মাঝে নির্জনতায় ছুটি কাটানোর জন্য উপযুক্ত হচ্চে চট্টগ্রামের ফয়স’ লেকের রিসোর্ট। আধুনিক সুবিধা সমৃদ্ধ এখানকার ককটেজগুলো হৃদ আর পাহাড়মুখী। বারান্দায় বসে পানির কলকল ধ্বনি আর পাহাড়ের উঁচুনিচু সৌন্দর্য উপভোগের জন্য খুবই ভালো জায়গা। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট www.foyslake.com

যমুনা রিসোর্ট

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যমুনা রিসোর্টের অবস্থান। প্রায় ১২০০ বিঘা জায়গাজুড়ে এখানে আছে ১১০টি কটেজ। এছাড়াও আছে বনভোজন কেন্দ্র, সুইমিংপুল, খেলার মাঠ, সভাকক্ষ, রেস্তোরাঁসহ নানান সুবিধা। উপরি পাওনা হিসেবে আছে যমুনা নদীতে নৌ বিহারের ব্যবস্থা। এছাড়া রিসোর্টের ভিতরে একটি বন্যপ্রাণী জাদুঘরও আছে। www.jamunaresortbd.com

যমুনা রিসোর্ট, টাঙ্গাইল। ছবি: মুস্তাফিজ মামুন।

এলেঙ্গা রিসোর্ট

টাঙ্গাইল শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশেই এ রিসোর্টের অবস্থান। প্রায় ১৫৬ হেক্টর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত এ রিসোর্ট, ছুটি কাটানোর জন্য ভালো জায়গা। ওয়েবসাইট www.elengaresort.com

নক্ষত্রবাড়ি রিসোর্ট

শিল্পীদম্পতি তৌকির-বিপাশা গাজীপুরের শ্রীপুরে গড়ে তুলেছেন নক্ষত্রবাড়ি রিসোর্ট। শালবনের পাশে প্রায় ১০বিঘা জায়গাজুড়ে মনোরম এ রিসোর্টে বেশ কয়েকটি কটেজ ছাড়াও আছে দিঘি, কৃত্রিম ঝরনা, সভাকক্ষ, সুইমিংপুলসহ নানান সুবিধা। ওয়েবসাইট http://nokkhottrobari.com

পদ্মা রিসোর্ট

ঢাকার কাছাকাছি দূরত্বে পদ্মার তীরে সুন্দর রির্সোট এটি। মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার পদ্মানদীর চরে এটি তৈরি করা হয়েছে। কাঠের তৈরি বেশ কয়েকটি কটেজ আছে এখানে। ওয়েবসাইট www.padmaresort.net

মৌলভীবাজারের গিয়াসনগরে দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা। ছবি: প্রতিষ্ঠানের সৌজন্যে।

রু
ণিমা রিসোর্ট

নড়াইল জেলার কালিয়া উপজেলার পানিপাড়ায় প্রায় ৫০ একর জায়গাজুড়ে অরুণিমা রিসোর্ট। অরণ্যঘেরা এ রিসোর্টে আছে বেশ কিছু আধুনিক মানের ঘর, হৃদ, পুকুর, ফুলবাগান, প্রজাপতি পার্ক, চিড়িয়াখানা, গলফ মাঠসহ নানান আয়োজন। ওয়েবসাইট www.arunimacountryside.com

হিলসাইড রিসোর্ট

বান্দরবান শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে চিম্বুক সড়কের মিলনছড়িতে হিলসাইড রিসোর্ট। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাড়ির আদলে এখানে রয়েছে বেশ কয়েকটি সুন্দর সুন্দর কটেজ। ওয়েবসাইট www.guidetoursbd.com

মারমেইড ইকো রিসোর্ট

কক্সবাজারের ইনানীর প্যাঁচার দ্বীপে সাগরের কাছে মনোরম রিসোর্ট মারমেইড। কোলাহল ছেড়ে যারা একটু নির্জনে থাকতে চান, তাদের ভালো লাগবে জায়গাটি। হিমছড়ি ছেড়ে ইনানী যেতে হাতের বাঁয়ে এ ইকো রিসোর্টের অবস্থান। ওয়েবসাইট www.mermaidecoresort.com

চট্টগ্রামের ফয়স’ লেকের পাশে ফয়স লেক রিসোর্ট। ছবি: প্রতিষ্ঠানের সৌজন্যে।

প্যাবল স্টোন সি রিসোর্ট

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত লাগোয়া এই রিসোর্টে বসেই সমুদ্রের সৌন্দর্য উপভোগ কার যায়। কক্সবাজার থেকে এ রিসোর্টের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। ওয়েবসাইট www.pebble-stoneinanibd.com

রয়েল রিসোর্ট

টাঙ্গাইলের ধনবাড়িতে আবস্থিত জমিদার নওয়াব আলী চৌধুরীরর প্রায় ৩শ’ বছরের পুরানো বাড়িটি রিসোর্টে রূপ দেওয়া হয়েছে। জমিদারি আমলের আলিশান সব আসবাবপত্রে সাজানো আছে এ বাড়ির কক্ষগুলো। এখানে তাই সময় কাটানো যাবে জমিদারি হালে। বিস্তারিত জানতে ওয়েবসাইট www.royalresortholidays.com