বাড়তি ওজনে মৃত্যু

অতিরিক্ত স্থূলতা, অল্প বয়সেই মৃত্যুর কারণ হতে পারে।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2014, 11:31 AM
Updated : 11 July 2014, 11:31 AM

নতুন এক গবেষণায় দেখা গেছে, শরীরের অতিরিক্ত মেদের কারণে হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক, কিডনি ও লিভার অসুখের মতো মারাত্মক রোগ তরুণ বয়সেই হতে পারে।

স্বাভাবিক ওজনের মানুষের চাইতে যারা ‘ক্লাস থ্রি’ মাত্রার স্থূলতায় ভুগছেন বা অতিরিক্ত ওজনের অধিকারী, তাদের আয়ূ নাটকীয়ভাবে কমে যায়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনিস্টিটিউটস অফ হেল্থের অঙ্গ প্রতিষ্ঠান ন্যাশনাল ক্যান্সার ইনিস্টিটিউটের (এনসিআই) কারি কিতাহারা বলেন, “ক্লাস থ্রি’ মাত্রার স্থূলতা বা অতিরিক্ত মেদ, বিরল হলেও এটা ক্রমাগত বাড়ছে।”

উদাহরণ হিসেবে তিনি জানান, যুক্তরাষ্ট্রের শতকরা ছয়জন ‘ক্লাস থ্রি’ মাত্রার স্থূলতা শ্রেণির অন্তর্ভুক্ত। সাধারণ উচ্চতার এসব মানুষের ওজন স্বাভাবিকের চাইতে একশ গুণ বেশি।

নির্দিষ্ট শ্রেণির মানুষের ‘বডি ম্যাস ইনডেক্স’ বা বিএমআই নিয়ে এই নীরিক্ষা চালানো হয়।

বিএমআই হল, মানুষের উচ্চতা অনুযায়ী ওজন পরিমাপের পদ্ধতি।

এই গবেষণা চালানোর জন্য যুক্তরাষ্ট্র, সুইডেন ও অস্ট্রেলিয়ার ২০টি বড় জরিপ থেকে তথ্য নেওয়া হয়।

এনসিআই’য়ের প্যাটরিসা হার্টজ বলেন, “এই নীরিক্ষা থেকে বলা যেতে পারে ‘ক্লাস থ্রি’ মাত্রার স্থূলতা দিন দিন বাড়ছে। তাই শুধু এই তিনটি দেশেই নয়, সারা বিশ্বেই হয়তো এর কারণে তরুণ বয়সে অকাল মৃত্যুর পরিমাণ বাড়বে।”

পিএলওএস মেডিসিন জার্নালে এই ফলাফল প্রকাশিত হয়।