পরিবেশ বুঝে ব্রোঞ্জার

মেইকআপের ক্ষেত্রে ব্রোঞ্জারের রয়েছে বহুল ব্যবহার। বিশেষ করে মুখের আদল সু্ক্ষ্মভাবে ফুটিয়ে তুলতে এই পণ্যের জুড়ি মেলা ভার। তবে সঠিকভাবে ব্যবহারের পদ্ধতিও জানতে হবে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 09:38 AM
Updated : 14 Sept 2017, 09:38 AM

পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে মেইকআপ না করলে, দেখতে লাগবে বেমানান। তাই কর্মক্ষেত্রে সাজ আবার সন্ধ্যার সজ্জা এক হয় না।

মেইকআপের ক্ষেত্রে পরিবেশ বুঝে ব্রোঞ্জার ব্যবহারের উপায়গুলো রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইট অবলম্বনে দেওয়া হল।

কর্মক্ষেত্রে

* কয়েক ফোঁটা ফাউন্ডেশন সারা মুখ ও গলায় লাগিয়ে নিন।

* হাত অথবা ব্রাশের সাহায্যে ভালো ভাবে মিশিয়ে নিন।

* পিচ ধরনের ব্রোঞ্জারের সঙ্গে সামান্য সিমার নিয়ে তা চোখের পাপড়ি ও চোখের নিচের অংশে লাগিয়ে নিন।

* ঠোঁটে 'গ্লসি' লিপস্টিক ব্যবহার করুন। 

দুপুরের বেড়াতে গেলে

* প্রাকৃতিকভাবে উজ্জ্বল দেখাতে একই ধরনের ব্রোঞ্জার আপনার গালের দুপাশে লাগিয়ে নিন।

* ঠোঁটে গোলাপি গ্লসি লিপস্টিক ব্যবহার করুন।

* চোখে কালো আইলাইনার ব্যবহার করে চিকন রেখা টেনে নিন।   

জমকালো অনুষ্ঠানে

মুখের আদল বদলিয়ে সৌন্দর্য বাড়াতে ব্রোঞ্জারের সাহায্যে ‘কন্টুয়ারিং’ করে নিন।

* ব্রোঞ্জারের সাহায্যে গালের হাড়, কপালের উঁচু অংশ ও থুতনির অংশ ‘কন্টুয়ার’ করুন।

* চোখে কয়েক স্তর মাস্কারা ব্যবহার করুন।

* ঠোঁটে বেরি বা লাল লিপস্টিক ব্যবহারের মাধ্যমে সাজের পূর্ণতা আনুন।

ছবি: রয়টার্স।