বর্ষায় বদলান অন্দরসজ্জা

ভেজা আবহাওয়ায় বাড়ির পরিবেশ চাঙ্গা করতে ঘরে নিয়ে আসুন পরিবর্তন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 11:36 AM
Updated : 18 August 2017, 11:36 AM

দেয়ালে করতে পারেন নতুন রং, ঘরে রাখতে পারেন গাছ কিংবা বারান্দায় ঝোলান দোলনা।

গৃহসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অবলম্বনে ঘরের সৌন্দর্য বদলের ফেলার বিভিন্ন পন্থা এখানে দেওয়া হল।

ঘরে প্রকৃতির ছোঁয়া

বর্ষার মৌসুম হচ্ছে গাছ লাগানোর সবচেয়ে ভালো সময়। যাদের বাসার বারান্দায় মোটামুটি জায়গা আছে তারা সেখানে বাগানের ব্যবস্থা করতে পারেন। আর যদি জায়গার স্বল্পতা থাকে তাহলে বাসায় প্রাকৃতিক বস্তু যেমন- বাঁশ, পাট ইত্যাদির তৈরি সামগ্রী দিয়ে ঘর সাজাতে পারেন।  

খোলা জানালার পাশে বাঁশ বা পাটের তৈরি চেয়ার রাখতে পারেন। ঘরের এমন সাজসজ্জা বৃষ্টির দিনকে করে তুলবে আরও উপভোগ্য।

দেয়ালে দিন নতুন প্রাণ

অধিকাংশ ক্ষেত্রেই ঘরের দেয়ালে একই রং ব্যবহার করা হয়। বাজারে নানা রকমের ওয়ালপেপার পাওয়া যায়। এই মৌসুমে এগুলো দিয়েই ঘরের দেয়াল সাজাতে পারেন। যা ঘরের চেহারা দেবে পাল্টে। আর এগুলো পরিষ্কার রাখাও সহজ।

যে ঘরগুলোতে লোক চলাচল বেশি সেখানে হলুদ, লাল এবং কমলার মতো উজ্জ্বল রং ব্যবহার করতে পারেন।  

কার্পেটের পরিবর্তে ছোট গালিচা

শোবার ও বসার ঘরের জন্য কার্পেট ব্যবহার সুবিধাজনক হলেও এই মৌসুমে কার্পেট ব্যবহার না করাই ভালো। কার্পেটের পরিবর্তে শতরঞ্জি বা ম্যাট্রেস ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করা সুবিধাজনক ও পরিষ্কার করাও সহজ। তাছাড়া এই ধরনের সামগ্রী ব্যবহারে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।   

বারান্দায় চেয়ারের পরিবর্তে বাঁশের দোলনা

বছরের এই সময়টাতেই বারান্দায় কাঠ বা প্লাস্টিকের চেয়ারের পরিবর্তে বাঁশের তৈরি দোলনা ব্যবহার করতে পারেন।

সারাদিনের কর্মব্যাস্ততার শেষে বাসায় ফিরে দোলনায় দোল খাওয়া আর পছন্দের বই পড়া বা গান শোনার মতো আরামের কাজ আর হয় না। দোলনাটা যেন কাঠের না হয় সেদিকে খেয়াল রাখুন। না হলে বৃষ্টির পানি লেগে নষ্ট হয়ে যেতে পারে।