দেড়শ টাকায় দুটি বার্গার

মিরপুরের ক্যাফেওলোজি’তে চলছে বার্গার সপ্তাহ। এই আয়োজনেই পাওয়া যাবে চিজহস দুটি চিকেন বর্গার দেড়শ টাকায়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 10:12 AM
Updated : 18 August 2017, 10:13 AM

মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডের দেশ পলিটেকনিক ইনস্টিটিউটের উল্টাপাশের এই রেস্তোরাঁয় বার্গার সপ্তাহ চলবে ২৫ অগাস্ট পর্যন্ত।

কর্ণধার রাজীব খান বলেন, “জুলাই মাসের ১৪ তারিখ থেকে চালু করেছি রেস্তোরাঁটি। ভেতরে বাইরে মিলিয়ে প্রায় ২০ জনের বসার ব্যবস্থা আছে, আছে ওয়াইফাই। খোলা থাকে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। বার্গার, সেট মেন্যু আর কোল্ড কফি বিক্রি হয় বেশি।”

তিনি আরও বলেন, “ আমাদের এখানে ‍দুই ধরনের বার্গার পাওয়া যায়। বিফ বার্গার (১১০ টাকা) ও চিকেন বার্গার (৮০ টাকা)। আর চিজসহ নিলে ২০ টাকা বেশি দিতে হবে। তবে বার্গার সপ্তাহে মিলবে শুধুমাত্র চিজসহ দুটি চিকেন বার্গার দেড়শ টাকায়।”
“বার্গারের বান, প্যাটি ও অন্যান্য সরঞ্জাম স্থানীয় সুপারশপগুলো থেকে সংগ্রহ করা হয়। রেস্তোরাঁর অন্যান্য খাবারও অর্ডার করা যাবে বার্গার সপ্তাহ চালার সময়। এছাড়াও বার্গার সপ্তাহে যোগ দেওয়া অতিথিদের দেওয়া হবে ১০ শতাংশ ডিসকাউন্ট কার্ড।”

বার্গার ছাড়াও এখানে মিলবে ফ্রেঞ্চ ফ্রাই (৫০ টাকা), স্যান্ডউইচ (৫০ থেকে ১২০ টাকা), চিকেন চাওমিন (১০০ টাকা) ইত্যাদি।

বিভিন্ন ধরনের শরবত ও শেইক মিলবে ৪০ টাকা থেকে ১০০ টাকায়। গরম কিংবা ঠাণ্ডা কফি ৪০ থেকে ৬০ টাকা। আইসক্রিম ৬০ থেকে ৮০ টাকা। সেট মেন্যু আছে পাঁচটি, দাম ১১০ থেকে ২১০ টাকা।