সাহসী নারীর খোঁজ শেষে

কুমারিকার ‘সাহসিনী’র খোঁজে প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 12:04 PM
Updated : 17 July 2017, 12:04 PM

একজন নারীকে ঘরে ও বাইরে প্রতিদিন হাজারটা বাধার সম্মুখীন হতে হয়। তবুও মাথা উঁচু করে উঠে দাঁড়াতে জানে একজন নারী, সমাজে নিজের অবস্থান তৈরি করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে পিছপা হয় না একজন সাহসী নারী।

কুমারিকা সেসব সাহসী নারীর খোঁজে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে ফেইসবুক পেইজে আয়োজন করেছিল ‘সাহসিনী’ প্রতিযোগিতা। 

যে তিনজন নারী লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে এবং হার না মেনে এগিয়ে চলেছেন বহুদূর, তারা হলেন জান্নাতুল নাঈম ইল্‌মা, অধরা তানভী এবং নাফিজা রহমান মৌ।

১০ জুলাই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন হেমাস কনজ্যুমার লিমিটেড-এর ক্যাটেগরি বিজনেস ম্যানেজার নুসারাত জাহান।

রেকর্ড সংখ্যক প্রতিযোগী অনলাইন ভিত্তিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নারীদের এগিয়ে যাওয়ার সাহসী পদক্ষেপ নিয়ে গল্পগুলো হাজারো নারীর জন্য অনুপ্রেরণা যোগাবে।