সাদা ভালো গরমে

গরমে সাদা পোশাক বেশ আরামদায়ক- কিন্তু কেনো সেটা জানেন কী?

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2017, 08:23 AM
Updated : 9 July 2017, 08:29 AM
পোশাকবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয়, সাদা রং তাপ শোষণ করে না বলে গরম কম লাগে।

ভারতীয় ডিজাইনার অনিতা দংরি জানান, গ্রীষ্মকালের জন্য সাদা একটি বিশুদ্ধ ও শান্তির রং। সাদা রংয়ের স্বচ্ছতা ও আলো-বাতাস চলাচল করতে পারে বলে গরমকালে আরাম অনুভূত হয়।

গরমে তাপের তীব্রতা কম অনুভব করতে সাদা পোশাক পরা উচিত। শত শত বছর ধরেই ফ্যাশনের ক্ষেত্রে সাদা পোশাকের কদরই আলাদা।

ভারতীয় ডিজাইনার শ্রুতিস সঞ্চিতি বলেন, “সম্পূর্ণ সাদা পোশাক পরার জন্য ভালো শারীরিক গঠনের প্রয়োজন। যদি শারীরিক গড়ন সুন্দর হয় তবে এই রংয়ের পোশাকে আপনি পৃথিবী মাতিয়ে রাখতে পারবেন।”

তবে সাদা পোশাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখা প্রয়োজন-

* ভিন্ন ছাপের সুতি কাপড়ের সঙ্গে পাতলা নেটের কাপড় ব্যবহার করে দুই স্তরের পোশাক বানাতে পারেন।

* আপনার সঙ্গে মানানসই এমন ‘ইনার’ ব্যবহার করা ভালো। পোশাকের আকর্ষণ বাড়ানোর জন্য রঙিন যেমন- বিপরীত বা সম্পূরক রং ব্যবহার করতে পারেন।

* পোশাকের রংয়ের বিপরীত রংয়ের স্কার্ফ, কানের দুল বা বেল্ট ব্যবহার করুন।

পবিত্র ও মার্জিত: সাদা রংয়ের যে কোনো তন্তু যেমন- শিফন, জর্জেট, এবং সিল্ক ইত্যাদি পোশাকে পবিত্রতা ও মার্জিতভাব ফুটে ওঠে।

কর্মক্ষেত্রে: কোনো নির্দিষ্ট পোশাকের কথা উল্লেখ না থাকলে পরতে পারেন সাদা রংয়ের শার্ট। কিংবা টপস। আর ভিন্ন রংয়ের পোশাকের উপর চাপাতে পারেন সাদা কটি।

ছবি: সৌজন্যে সাদাকালো।

আরও পড়ুন