উত্তরায় আন্তর্জাতিক প্রদর্শনী

‘উত্তরাতে করুন আপনাদের ঈদের কেনাকাটা’ – স্লোগান নিয়ে রেডকার্পেট ৩৬৫ লিমিটেড এই মেলার আয়োজন করেছে। মেলাতে ৩০টি স্টল নিয়ে চারটি দেশ অংশ নিয়েছে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2017, 09:24 AM
Updated : 11 May 2017, 09:24 AM

রেডকার্পেট এর সিইও, আহমেদ ইমতিয়াজ জানিয়েছেন, তাদের মুল উদ্দেশ্য উত্তরাতে একটি আন্তর্জাতিক মানের মেলা উপহার দেওয়া।

তিনি বলেন, “ঈদের বিশাল কেনাকাটাকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন। এখন আর উত্তরাবাসীকে দূরে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের মেলাতে বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া, পাকিস্তান ও ইরান থেকে প্রোডাক্ট নিয়ে কোম্পানি আংশগ্রহণ করছে।”  

ফাতেমা, ডিরেক্টর মার্কেটিং জানান – বাংলাদেশের ফ্যাশন লাইফস্টাইলবিষয়ক পণ্য ও বাজার দিন দিন প্রসারিত হচ্ছে। এই বিষয়ই মাথাই রেখে আমাদের মেলাটি ‘বায়ার টু বায়ার’ এবং ‘বায়ার টু কনজিউমার’ দর্শনার্থীদের জন্য সাজান হয়েছে।

ঈদের কেনাকাটা কেন্দ্র করে আয়োজিত এই মেলাতে চারটি দেশের প্রদর্শকরা অনেক রকম শাড়ি, পোশাক, লাওন, ফ্যাশান প্রোডাক্টস, প্রসাধনী, গহনা, লেইডিস ব্যাগ, জুতা, সালাদ কাটার, আলুমিনিয়াম সামগ্রী, ক্রোকারিজ, চাদর, বেডকভারসহ আরও অনেক পণ্য নিয়ে আংশগ্রহণ করছে।    

মেলাটি দর্শনার্থীদের জন্য ১৩ মে রোজ সকাল ১০:০০টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত খোলা থাকবে।