সালাদ উৎসব

ক্লাউড বিস্ট্রো রেস্তোরাঁয় ৫ মে থেকে শুরু হয়েছে এই আয়োজন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2017, 05:53 AM
Updated : 7 May 2017, 05:53 AM

বাঙালিদের কাছে সালাদ মানে পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে শসা, টমেটো আর পেঁয়াজের টুকরা। তবে দিন বদলেছে। বাঙালি রসনায় সালাদ এখন আলাদা পদ হিসেবে স্বীকৃত।

তাই গ্রীষ্মের তাপদাহে রাজধানীর পান্থপথে অবস্থিত ক্লাউড বিস্ট্রো রেস্তোরাঁ আয়োজন করছে ১০ দিনব্যাপী সালাদ ফেস্টিভল।

আয়োজনে রয়েছে-  

এশিয়ান ক্রিস্পি ব্রেড চিকেন সালাদ ২৪০ টাকা। অ্যাভোকাডো চিকপি সালাদ উইথ গ্রিল্ড প্রন ৫৫০। চিকেন হাওয়াইয়ান পাস্তা সালাদ ২৮০। গ্রিল্ড অক্টোপাস সালাদ ৫৫০। পলো এডোবাডো কন ডে ফ্রুটা ৬৭৫। থাই বিফ সালাদ ৩৮০। টুনা নিসওয়াস সালাদ ২৪০।

এছাড়াও নিয়মিত সামুদ্রিক খাবারের আয়োজন তো থাকছেই।

এই সালাদ উৎসব শেষ হবে ১৪ মে।