ঘাম উপযোগী পোশাক

গরমে আরাম পেতে এবং ত্বকের সমস্যা দূরে রাখতে প্রাকৃতিক তন্তুর পোশাক পরাই শ্রেয়।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2017, 11:59 AM
Updated : 26 April 2017, 11:59 AM

ভারতের ‘দা পার্শিয়ান বুডোয়ার’য়ের প্রতিষ্ঠাতা ভান্দানা আনুরাগ এবং ‘ওএসএল লাক্সারি কালেকশন’য়ের প্রধান বাণিজ্য কর্মকর্তা সালেশ গ্রোভার এই মৌসুমে অস্বস্তি এবং ঘাম কমাতে উপযুক্ত কাপড় বেছে নেওয়ার পরামর্শ দেন।

- এই আবহাওয়ায় ঢিলাঢালা পোশাক পরা সব থেকে উপযোগী। এতে শরীরে বাতাস চলাচল করবে সহজে এবং ঘাম হলেও তা দ্রুত শুকিয়ে যাবে। তাই ঢোলা টপস এবং স্কার্ট বা ঢোলা প্যান্ট বেছে নিন গরমের মৌসুমে।

- জর্জেট বা কৃত্রিম সিল্ক কাপড়ের বদলে প্রাকৃতিক তন্তুর তৈরি পোশাক বেছে নিন। সুতি বা লিলেন কাপড়ের তৈরি পোশাক এই আবহাওয়ায় আদর্শ। কারণ এই ধরনের কাপড়ের মধ্য দিয়ে বাতাস চলাচল করে এবং গরমে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পায় না।

-  এই সময় অতিরিক্ত ভারী গয়না পরাও উচিত হবে না। পোশাকে ভারী নকশা থাকলেও তা এই মৌসুমের উপযুক্ত নয়। কারণ এতে পোশাক ত্বকের সঙ্গে এঁটে থাকবে ও গরম বেশি অনুভূত হবে।

- এই আবহাওয়ার জন্য বেছে নিন হালকা রংয়ের পোশাক। গাঢ় রংয়ে গরম বেশি লাগবে এবং ঘামও হবে অতিরিক্ত।

ছবি: সৌজন্যে কে ক্রাফট।