জবাবদিহিতা- ভালো সম্পর্কের চাবিকাঠি

সাংসারিক বিভিন্ন সমস্যা ও দাম্পত্য কলহের প্রচলিত সমাধান পরস্পরের সঙ্গে আলোচনা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2017, 10:35 AM
Updated : 14 Feb 2017, 10:35 AM

তবে সবসময় আলোচনার জাদু কাজ নাও করতে পারে। কারণ নিজের ভুল স্বীকার করার অভ্যাস না থাকলে কোনো আলোচনাই ফলপ্রসু হয় না।

সম্পর্কবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয়, ভালো বা খারাপ সবকিছু প্রতি নিজের দায়িত্ব-কর্তব্য, অনুভূতি, সম্পর্কের প্রতি দায়বদ্ধতা মিলেই তৈরি হয় সুন্দর একটি সম্পর্ক। স্বামী-স্ত্রী উভয়েরই এই গুণগুলো থাকলে নিজের ভুল শোধরানো সহজ হয়।

সমস্যার সমাধানগুলো দৈনন্দিন জীবনে বাস্তব রুপ দিতে না পারার কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়। নিজের ভুল ধরতে পারার মাধ্যমেই সমস্যার সমাধানকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার পরও যে কারণে সমস্যা সৃষ্টি হয়েছে সেই আচরণ বদলানো না হয় তখনই তাকে বলা হয় দায়বদ্ধতার অভাব। কীভাবে সঙ্গীকে মানসিকভাবে আঘাত দিয়েছেন তা স্বীকার করা এবং বদলাতে আপনার কী করণীয় তা খুঁজে বের করাই প্রথম ধাপ। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হল পরিবর্তন নিয়ে আসা।

বলা এক আর করা আরেক- সম্পর্ক নষ্ট হওয়ার আরেকটি বড় কারণ। এতে পরস্পরের উপর ভরসা ও বিশ্বাস নষ্ট হয়। ‘আমি’ আর ‘আমরা’ এই দুইয়ের মাঝে ভারসাম্য বজায় একটি সম্পর্কের সবচাইতে কঠিন কাজ। তবে ‘আমি’ যদি বেশিরভাগ ক্ষেত্রেই ‘আমরা’র চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয় তবে সতর্ক হতে হবে।

ছবি: রয়টার্স।