পন্ডস’য়ের পিম্পল ক্লিয়ার ফেইসওয়াশ

এখন পিম্পল নিয়ে আর নেই দুশ্চিন্তা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2017, 09:41 AM
Updated : 30 Jan 2017, 09:41 AM

পন্ডস্‌ ইন্সটিটিউট দ্বারা বিকশিত এই নতুন ফেইসওয়াশে আছে অ্যান্টি-পিম্পল টেকনোলজি। তাদের দাবি এই ফেইসওয়াশ ব্যবহারে তিনদিনের মধ্যে পিম্পল সারিয়ে ফেলার কাজ করবে।

পন্ডস্‌’য়ের এই নতুন পণ্য সবার সামনে তুলে ধরতে ২৯ জানুয়ারি ঢাকার বে’স গ্যালারিয়াতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন চর্মরোগ-বিশেষজ্ঞ প্রফেসর ড. শাহ আতাউর রহমান, ড. এম. ডি. ইউসুফ, ড. শাফানা আহমেদ, ড. সালাহ উদ্দিন, ড. সঞ্চিতা বর্মন এবং ড. রোখসানা খানম। তারা এখানে আলোচনা করেন কীভাবে আজকের তরুণ প্রজন্ম ত্বক নিয়ে নানান দুশ্চিন্তার সম্মুখীন হয়।

এ আলোচনায় আরও উঠে আসে যে পিম্পল সমস্যায় নগরায়ন, খাদ্যাভ্যাস পরিবর্তন, দূষণ ও বর্ধিত সামাজিক চাপ ব্যাপক প্রভাব ফেলে।

অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন বিউটি ব্লগাররা এবং ফেসবুকের পন্ডস্‌ পিম্পল ক্লিয়ার কনটেস্টের বিজয়ীরা।

এই অনুষ্ঠানে আরও জানানো হয় পিম্পলজনিত ত্বকের সমস্যার সমাধানে ফেব্রুয়ারি হতে থাকছে ইউনিলিভার কেয়ার লাইন। ০৯-৬৬৬-৯৯৯-৬৬৬ নম্বরে ফোন করে চর্মরোগ-বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যাবে।