ছবিতে পৌষ সংক্রান্তি

প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে সাক্রাইন। পৌষের শেষ দিনে অর্থাৎ মকরসংক্রান্তি বলে যে উৎসব দক্ষিণ এশিয়ায় পালিত হয় তারই ঢাকাইয়া নাম সাকরাইন। এই দিনে পুরান ঢাকার প্রায় সব বাসার ছাদে সারাদিন ধরে চলে ঘুড়ি ওড়ানো আর কাটাকাটি খেলা। সন্ধ্যায় শুরু হয় আতশবাজি পোড়ানো সঙ্গে চলে মুখে আগুন ছুড়ে মারার খেলা। আর এসবেরই ক্যামেরায় বন্দি করেছেন পরিব্রাজক ও চিত্রগ্রাহক ফারুখ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2017, 03:54 AM
Updated : 14 Jan 2017, 03:54 AM