সালাদ ড্রেসিং

সালাদের স্বাদ আরও বাড়াতে নিজেই তৈরি করে নিন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 10:36 AM
Updated : 8 Dec 2016, 10:36 AM

রেসিপি দিয়েছেন বীথি জগলুল।

উপকরণ: টকদই ৩,৪ টেবিল-চামচ। মেয়োনেইজ ১ টেবিল-চামচ। টমেটো সস ১ টেবিল-চামচ। চাট মসলা ১ চা-চামচ। অলিভ অয়েল ২ টেবিল-চামচ। তিলের তেল আধা চা-চামচ। লেবুর রস ১ চা-চামচ। লেবুর খোসা কুচি ১/৪ চা-চামচ। গোলমরিচ-গুঁড়া স্বাদ মতো। চিনি স্বাদ মতো।

পদ্ধতি: সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সালাদ ড্রেসিং।

শসা, টমেটো দিয়ে সালাদ করার সময় এই ড্রেসিং পরিমাণ মতো মিশিয়ে নেবেন। সঙ্গে দেবেন বিট লবণ, ধনেপাতা ও পেঁয়াজ।

সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।