ডাভ হাউ ওল্ড আর ইউ? তুলে ধরে বয়স নিয়ে নারীদের অনুভূতি

ডাভ এমন একটি পৃথিবী তৈরিতে প্রতিশ্রুতি বদ্ধ, যেখানে সৌন্দর্য আত্ম বিশ্বাসের উৎস; দুশ্চন্তার নয়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2016, 04:22 AM
Updated : 15 Nov 2016, 10:23 AM

এই মতাদর্শরে উপর ভিত্তি করে ব্র্যান্ডটি সব সময় মহিলাদের উপর বিভিন্ন ধরনের বাহ্যিক সৌন্দর্যের চাপের প্রভাব শনাক্ত করেছে এবং এই বিষয়গুলোরব ব্যাপারে সামাজিক সচতেনতা গড়ে তুলতে অসংখ্য ক্যাম্পেইন করেছে।

২০১৩ সালে ডাভ’য়ের একটি গবেষণা থেকে জানা যায় যে, ১০ জনের মধ্যে মাত্র ১ জন মহিলা তাদের বয়স প্রকাশ করত গর্ব বোধ করে এবং বেশির ভাগ মহিলাই মনে করে শুধু মাত্র তারুণ্যই সৌন্দর্যের অপর নাম।

এই বিষয়টি কেন্দ্র করে ডাভ ‘হাউ ওল্ড আর ইউ’ নামে একটি স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র নির্মাণ করছে নারীদের অনুপ্রাণতি করত যা তারা জীবনের প্রতিটি ধাপে তাদের বয়স উদযাপন করে এই চলচ্চিত্রে দেখা যায়, ছোট মেয়েরা গর্বের সঙ্গে তাদের বয়স নিয়ে কথা বলছে কিন্তু মহিলারা এই প্রশ্ন এড়িয়ে যাচ্ছে।

বয়স নিয়ে নারীদের এই দুশ্চন্তিাকে আরও ভালোভাব বুঝতে ১৮ অক্টোবর ডাভ এবং 'দ্যা ডেইলি স্টার’ বিভিন্ন পেশার সফল নারীদের নিয়ে এক গোলটেবিল আলোচনার আয়োজন করে।

সেখানে উপস্থিত ছিলেন- বিপাশা হায়াৎ, চৌধুরী তাসনিম হাসিন (পুষ্টিবিদ, ইউনাইটেড হাসপাতাল), ফাহিমা চৌধুরী (ম্যানেজিং ডিরেক্টর, ওগিল্‌ভি অ্যান্ড ম্যাথার) সারা যাকেরসহ আরও অনেকে।

- বিজ্ঞপ্তি।