ডব্লিউপিপিবি ব্রাইডাল ফেস্টিভল ২০১৬

বিউটি পার্লার অরা বিউটি লাউঞ্জের সৌজন্যে এবং ডব্লিউপিপিবি (ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অব বাংলাদেশ)-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘ব্রাইডাল ফেস্টিভল-২০১৬’।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2016, 05:43 AM
Updated : 14 Nov 2016, 11:43 AM

রাজধানীর শুটিং ক্লাবে ১৭, ১৮ ও ১৯ নভেম্বর তিন দিনব্যাপী চলবে এই উৎসব।

এই উপলক্ষ্যে ১২ নভেম্বর ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে উৎসবের নানান দিক উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডব্লিউপিপিবি’র প্রেসিডেন্ট প্রীত রেজা, সেক্রেটারি জেনারেল সজীব পাল, অরা বিউটি বিউটি লাউঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মাহদীন তারিক, স্ট্যাটিজিক কনসাল্টে রফিকুল ইসলাম রাফ, বিউটি এক্সপার্ট নিশাত আদনান তারিক প্রমুখ।

গুলশান-১ এর শুটিং ক্লাবে আয়োজিত তিনদিনের মেলায় একই ছাদের নিচে অংশ নিচ্ছে ‘ব্রাইডাল ইন্ডাস্ট্রি’র ৫৬টি প্রতিষ্ঠান। মডেলদের অংশ গ্রহণে প্রতিদিন থাকছে ফ্যাশন শো। এছাড়াও থাকছে ফ্রি মেহেদি দেওয়ার সুযোগ আর ফটোগ্রাফি, মেইকআপ, ইভেন্ট ম্যানেজমেন্ট-সহ সংশ্লিষ্ট বিভিন্ন অভিজ্ঞদের সঙ্গে সাক্ষাত করার সুযোগ।

সেলফি তুলে উৎসবের ফেইসবুক পেইজে পোস্ট করে জিতে নেওয়া যাবে ব্যাংকক যাওয়ার আসার সুযোগ। 

ব্রাইডাল ফেস্টিভলটির প্রধান স্পন্সর অরা বিউটি লাউঞ্জ এবং সহ-সহযোগিতায় পেপার ওয়ার্ল্ড লিমিটেড।

১৭ তারিখ এই উৎসব শুরু হবে বিকাল ৩টায়। পরের দুদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

- বিজ্ঞপ্তি।