পেঁয়াজ কি চুলের জন্য উপকারী!

পেঁয়াজ নানা পুষ্টি উপাদান ও আন্টি-ব্যাক্টেরিয়াল উপাদান চুল সুন্দর রাখতে সাহায্য করে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2016, 11:16 AM
Updated : 29 Oct 2016, 11:16 AM

বিভিন্ন গবেষণার বরাত দিয়ে পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয়, পেঁয়াজের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান গলা ও মাথার ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এছাড়া পেঁয়াজ চুলের সুস্থতা রক্ষাতেও কার্যকর।

পেঁয়াজের রসে আছে ফলিকল নামক পুষ্টি উপাদান যা মাথার ত্বকের পুষ্টি পুনুর্গঠনে গঠনে সাহায্য করে।

- পেঁয়াজের রস সালফার সমৃদ্ধ হওয়ায় এটি চুলের আগা ফাঁটা রোধে সাহায্য করে।

- পেঁয়াজ চুলের রুগ্নতা প্রতিরোধে এবং সিঁথি পাতলা হয়ে যাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে।

- পেঁয়াজ চুল পড়া কমায়। মাথার সংক্রমণ অতিরিক্ত চুল পড়ার জন্য দায়ী। পেঁয়াজের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান মাথার ত্বকে সংক্রমণের বিরুদ্ধে কাজ করে।

- পেঁয়াজে আছে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট যা চুলের অকাল পক্কতা হ্রাসে সাহায্য করে।

- নিয়মিত পেঁয়াজ ব্যবহারে চুলকে স্থায়ীভাবে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।

- এছাড়াও পেঁয়াজ মাথাকে উকুন মুক্ত করে।

- নিয়মিত পেঁয়াজের রসের ব্যবহার চুল ঘন করতে সাহায্য করে।

- পেঁয়াজের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান খুশকি কমাতে সাহায্য করে।

- পেঁয়াজের রস মাথার ত্বকের রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।