চার রকম শ্যাম্পু

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল ‘সানসিল্ক প্রেজেন্টস অল থিংস হেয়ার’।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 11:44 AM
Updated : 24 Oct 2016, 11:45 AM

সানসিল্ক-এর পুর্নযাত্রা এবং নতুন অনলাইন প্ল্যাটফ্রম ‘অল থিংস হেয়ার’ (এটিএইচ)-এর উদ্বোধনী উদযাপন উপলক্ষ্যে ১৫ অক্টোবর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এবার ‘বাহিরে নতুন, ভেতরে দারুণ’ এই পরিচয়ে সানসিল্ক আবারও আসছে নতুন রূপে।

চারটি ভিন্ন ধরনের সানসিল্ক’য়ের প্রতিটিই এখন পাওয়া যাবে নতুন, আধুনিক এবং আরও আকর্ষণীয় মোড়কে। আর এই নতুন সানসিল্ক কাজ করে প্রথম ধোয়ার সময় থেকেই।

এই আয়োজনের মাধ্যমে ভোক্তাদের কাছে নতুন আরেকটি যোগাযোগের মাধ্যম হিসেবে ‘অল থিংস হেয়ার’ এই ইউটিউব চ্যানেলটি বাংলাদেশে নিয়ে এসেছে সানসিল্ক। যা দেশেই ডিজিটাল ব্যবস্থাপনার উদাহরণ হিসেবে স্থানীয়দের সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলার পথ তৈরি করলো।

এই চ্যানেলের মাধ্যমে এদেশের প্রখ্যাত ভ্লগারদের হেয়ার স্টাইল ও ট্রেন্ড অনলাইনে সবার সঙ্গে শেয়ার করার সুযোগ করে দেবে।

আগ্রহীরা ইউটিউবে All Things Hair Bangladesh লিখে সার্চ দিলে এবং fb.com/AllthingshairBD ফেইসবুক পেইজে তাদের পছন্দের হেয়ার স্টাইলগুলো খুঁজে পাবেন।

-বিজ্ঞপ্তি।