সন্তান ‘কিন্ডারগার্টেন’ যেতে প্রস্তুত তো!

তিন বা চার বছর বয়সেই সন্তানকে স্কুলে ভর্তি করার চিন্তা ভাবনা শুরু করেন অভিভাবকরা। তবে সন্তান স্কুলে যাওয়ার জন্য কতটা প্রস্তুত, সেটা ভেবে দেখেন না অনেকেই। আবার বিষয়টা বোঝার বিশেষ কোনো উপায়ও নেই।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2016, 12:41 PM
Updated : 9 Oct 2016, 11:05 AM

পাঠশালার জন্য আপনার সন্তান প্রস্তুত কীনা তা বোঝার কিছু ইঙ্গিত উল্লেখ করেছে লাইফস্টাইল-বিষয়ক এক ওয়েবসাইট।

শিক্ষকদের নির্দেশানা শোনা এবং সে অনুযায়ি কাজ করার মানসিকতা শিক্ষাজীবন শুরু করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সন্তানের এই মানসিকতা তৈরি হয়েছে কীনা তা যাচাই করতে হবে।

- নিজের কাজ নিজে করতে পারা। যেমন- নিজের পোশাক নিজে পরতে পারা বা একা একা বাথরুমে যেতে পারা।

- শিশুদের কিছুটা হলেও স্বাবলম্বী হতে হবে।

- কিন্ডারগার্টেন স্কুলের বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই ধরে নেয় আপনার সন্তান পড়তে এবং সংখ্যা গুনতে জানে। কমপক্ষে বাংলা ও ইংরেজি বর্ণমালা এবং ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা পরিচিতি আপনার সন্তানের থাকতে হবে।

- লেখা শেখার জন্য কলম ধরার প্রাথমিক কৌশল সন্তানের পাঠশালায় ভর্তি হওয়া হওয়া আগেই থাকা চাই। অন্যথায় শ্রেণিকক্ষের সাধারণ কাজে সন্তান পিছিয়ে পড়বে।

- পড়া শুরু করার জন্য বইয়ের প্রতি আগ্রহ থাকতে হবে। ছবিভিত্তিক বই দেখলে আপনার সন্তান কী তাতে আগ্রহ দেখায়? যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনার সন্তান কিন্ডারগার্টেনে যাওয়ারদ জন্য তৈরি।

ছবি: রয়টার্স।