রঙ বাংলাদেশের বর্ষা সংগ্রহ

এই সময়ের ভ্যাপসা গরম, নাভিশ্বাস ওঠা আর্দ্রতা ও বৃষ্টি এই তিনটি বিষয় বর্ষা কালেকশনে বিশেষ গুরুত্ব পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 10:41 AM
Updated : 30 July 2016, 10:41 AM

যাতে পোশাক হয় এই সময়ের উপযোগী ও আরামদায়ক।

এই সংগ্রহে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, সিঙ্গল কামিজ, টি-শার্ট, কুর্তা ও শিশুদের পোশাক। বেশিরভাগই সুতির পোশাক। সঙ্গে আছে সিল্ক ও অ্যান্ডি।  

আর বর্ষাকে গুরুত্ব দিয়েই প্রাধান্য দেওয়া হয়েছে তিনটি রঙ। বিশেষত নীল ও ফিরোজা। এর সঙ্গে আছে সাদা।

এর সঙ্গে আছে রঙ বাংলাদেশের নিয়মিত উপহার সামগ্রী। বরাবরের মতো বর্ষা সংগ্রহের দামও থাকছে ক্রয় সাধ্যের মধ্যে।