কুলফির স্বাদে ম্যাঙ্গো লাচ্ছি

খুব সহজেই তৈরি করা যায়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2016, 08:22 AM
Updated : 8 June 2016, 08:22 AM

রেসিপি দিয়েছেন বীথি জগলুল।

উপকরণ: আমকুচি আধা কাপ। টকদই ১ কাপ। কুলফি আইসক্রিম (বাজারে পাবেন) ২ স্কুপ। পুদিনাপাতা ৫,৬টি। বড় লেবুর রস ১ টেবিল-চামচ। গোলমরিচের-গুঁড়া স্বাদ মতো। চিনি স্বাদ মতো। পানি ও বরফ পরিমাণ মতো।

পদ্ধতি: প্রথমে আম কুচি, পুদিনাপাতা ও অল্প একটু টকদই দিয়ে মশ্রিণ ভাবে ব্লেন্ড করে নিন। এবার বাকি সব উপকরণ ও দরকার হলে পানি দিয়ে আবার ব্লেন্ড করুন।

পরিবেশন গ্লাসে ঢেলে বরফ, লেবুর টুকরা ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজার ম্যাঙ্গো লাচ্ছি।

মনে রাখবেন

লাচ্ছি পরিবেশনের ঠিক মিনিট পাঁচেক আগে তৈরি করবেন। বেশি আগে করলে এর স্বাদ ও রং দুটোই নষ্ট হয়ে যাবে।

সমন্বয়ে: ইশরাত মৌরি।