অতিরিক্ত কাজ থেকে দুশ্চিন্তা

নতুন গবেষণার ফলাফল হচ্ছে, কাজ-পাগল মানুষের বিষণ্নতা, দুশ্চিন্তা ইত্যাদি মানসিক সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 11:35 AM
Updated : 30 May 2016, 11:38 AM

 গবেষণাটি ইঙ্গিত করে, কাজকে আসক্তির পর্যায়ে নিয়ে গেলে তা জটিল মানসিক ও আবেগজনিত সমস্যার কারণ হতে পারে।

গবেষণার ফলাফলে দেখা যায়, অস্বস্তি, হতাশা ইত্যাদির পাশাপাশি কাজ-পাগল মানুষদের ‘অ্যাটেনশন ডেফিসিয়েন্সি/হাইপার অ্যাক্টিভিটি ডিজওর্ডার(এডিএইচডি)’ নামক মানসিক সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি মারাত্বক ভাবে বেশি।

এডিএইচডি রোগের কারণে মনোযোগের সমস্যা, কাজে অস্থিরতা, না বুঝে কাজ করা ইত্যাদি সমস্যা দেখা দেয়।

আরও আছে ‘অবসেসিভ-কম্পালসিভ ডিসওর্ডার (ওসিডি)’। যে কারণে রোগী অতিরিক্ত চিন্তা করে, ফলে একই কাজ বারবার করতে থাকে।

নরওয়ের ইউনিভার্সিটি অফ বার্গেন’য়ের গবেষক ও ক্লিনিকল সাইকোলজিস্ট সিসিলি স্কৌ অ্যান্ড্রেয়াসেন বলেন, “মনোস্তাত্বিক সমস্যার উপসর্গ নির্ণয়ের সব পরীক্ষাতেই স্বাভাবিক মানুষের তুলনায় কাজ-পাগলদের ফলাফল বেশি।”

কাজের প্রতি আসক্তি আর মানসিক সমস্যা মধ্যে সম্পর্ক নির্ণয়ের এই গবেষণায় মোট ১৬ হাজার ৪২৬ জন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

তাদের মধ্যে ৩২.৭ শতাংশ কাজ-পাগল মানুষের মধ্যে ‘এডিএইচডি’য়ের উপসর্গ পাওয়া গেছে। অপরদিকে স্বাভাবিক মানুষের মধ্যে মাত্র ১২.৭ শতাংশের মাঝে এই উপসর্গ পাওয়া গেছে।

কাজ-পাগলদের মধ্যে ২৫.৬ শতাংশের মধ্যে পাওয়া যায় ‘ওসিডি’য়ের লক্ষণ। স্বাভাবিকদের মধ্যে যা পাওয়া গেছে মাত্র ৮.৭ শতাংশ মানুষের।

কাজ-পাগলদের ৩৩.৮ শতাংশ মানসিক অস্বস্তিতে ভোগেন, যেখানে স্বাভাবিকদের মধ্যে এই সমস্যা আছে ১১.৯ শতাংশ মানুষের মধ্যে।

অংশগ্রহণকারী ৮.৯ শতাংশ কাজ-পাগল মানুষের রয়েছে দুশ্চিন্তার জটিলতা। অপরদিকে অংশগ্রহণকারী মাত্র ২.৬ শতাংশ স্বাভাবিক মানুষ জটিলতায় আক্রান্ত।

অ্যান্ড্রেয়াসেন বলেন, “মানসিক জটিলতাগুলোর পেছনে জিনগত কোনো সমস্যা দায়ী কিনা, নাকি শুধুই অতিরিক্ত কাজের কারণে এই সমস্যা হচ্ছে তা পুরোপুরি নিশ্চিত নয়।”

‘পিএলওএস ওয়ান’ নামক জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়।

ছবি: রয়টার্স্।