গরমে টিপটপ মেইকআপ

অতিরিক্ত গরমে দীর্ঘসময় মেইকআপ ঠিক রাখা এক ধরনের অসম্ভব বিষয়। গরমে নিজেকে সতেজ দেখাতে এবং মেইকআপ ঠিক রাখতে কিছুটা বুদ্ধি খাটানো উচিত।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 10:39 AM
Updated : 26 May 2016, 10:41 AM

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে গরমে মেইকআপ টিপটপ রাখার কিছু টোকটা উল্লেখ করা হয়। এখানে সেগুলোই তুলে ধরা হল।

- গরমে ত্বকের উপর পরতের পর পরত মেইকআপ ব্যবহারের অভ্যাস ত্যাগ করতে হবে। বরং হালকা মেইকআপ ব্যবহার করতে হবে যেন দেখতে স্নিগ্ধ লাগে।

- দিনের বেলা হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং মেইকআপ হবে দীর্ঘস্থায়ী।

- গরমে ক্রিম বেইজের ব্লাশ বেছে নিতে পারেন। এতে ব্লাশ ত্বকের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং ঘামে ধুয়ে যাওয়ার সম্ভাবনা কমবে। তীব্র গরমে হালকা রংয়ের ব্লাশ বেছে নেওয়া উচিত।

- গাঢ় এবং চকচকে লিপস্টিক পাশে সরিয়ে রাখুন। বেছে নিন হালকা রং মেশানো লিপবাম। ম্যাট লিপস্টিকও ব্যবহার করতে পারেন এই সময়।

- দিন শেষে মেইকআপ ভালোভাবে মুছে নেওয়ার কথা ভুলে গেলে চলবে না। নতুবা মেইকআপ জমে লোমকূপ বন্ধ হয়ে যাবে। এতে ব্রণ ও ফুসকুড়ির সমস্যা বৃদ্ধি পাবে। রাতে ভালোভাবে মেইকআপ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। সকালেও মেইকআপ শুরুর আগে ত্বক পরিষ্কার করে নিতে হবে।

- ব্যাগে সবসময় ব্লটিং পেপার রাখুন। এই পেপার ত্বক থেকে ঘাম, বিশেষ করে বাড়তি তেল শুষে নেয় মেইকআপ নষ্ট না করেই।

- মেইকআপ কম বা বেশি যাই হোক না কেনো, ঘর থেকে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহারের কথা ভুলে গেলে চলবে না। এছাড়া এসপিএফ যুক্ত ময়েশ্চারাইজার ও মেইকআপ ব্যবহার করা উচিত।