কৃষ্ণচূড়া সোনালুর ছায়ায়

শেষ বৈশাখে এসে প্রকৃতিকে রাঙিয়ে চারপাশে ফুটেছে রক্তলাল কৃষ্ণচূড়া আর হলুদ সোনালু। ঢাকা শহরের কয়েকটি যায়গায় লাল আর হলুদে রাঙিয়ে ফুল ডালে ডালে ফুটেছে ফুল দুটি।

মুস্তাফিজ মামুনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 11:03 AM
Updated : 5 May 2016, 11:03 AM

বৈশাখের এ আগুন ঝরা সময়ে কিছুটা প্রশান্তি পেতে ঢু মারতে পারেন কোনো কৃষ্ণচূড়া কিংবা সোনালুর তলায়।

কৃষ্ণচূার বৈজ্ঞানিক নাম ডেলোনিখ রেজিয়া। মূলত আগুন লাল ফুলের জন্য বৈশাখজুড়ে সবার নজর কাড়তে সক্ষম এ ফুল। ইংরেজী ফ্লেম ট্রি নামের এ ফুল পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানে গুলমোহর নামে পরিচিত। সোনালুর ইংরেজী নাম গোল্ডেন শাওয়ার ফ্লাওয়ার। স্থানীয়ভাবে এ ফুল বানরলাঠি নামেও পরিচিত।

গ্রীষ্মকালীন এ ফুল বর্ষা পর্যন্ত ফুটতে দেখা যায় এদেশে। কটকটা হলুদ রংয়ের এ ফুল ঝারবাতির মতো থোকায় থোকায় ঝুলে ফুটে থাকে।

কৃষ্ণচূড়ার এ ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে তোলা।

কৃষ্ণচূড়ার তলায় বেড়ানোর জন্য ঢাকার সবচেয়ে ভালো জায়গা জাতীয় সংসদ ভবনের পেছনে লেক সড়ক। ক্রিসেন্ট লেকের এ সড়কের কোথাও কোথাও ঢেকে ফেলেছে রক্তলাল কৃষ্ণচূড়া। সড়কটির ওপারে চন্দ্রিমা উদ্যানের ভেতরের অনেক গাছেও আছে ফুটন্ত কৃষ্ণচূড়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্ত্বর কৃষ্ণচূড়ার আরেক জগত। এছাড়া কলাভবনের সামনে বিশেষ করে গুরুদুয়ারা নানকশাহীর পেছনের গাছগুলোতে এ বছর ফুলের প্রাধান্য বেশি।

সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালি মন্দিরের আশপাশের গাছগুলোতেও আছে কৃষ্ণচূড়ার আধিক্য। এছাড়া রমনা পার্কের অস্তাচল গেট, ওসমানী উদ্যানের নগরভবনের সামনের দিকের প্রবেশপথেও আছে কৃষ্ণচূড়া।

ঢাকায় এ ফুলের আরেক জগত জাতীয় উদ্ভিদ উদ্যান। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত মিরপুরের এ উদ্যানের ভেতরের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুটেছে কৃষ্ণচূড়া। এছাড়াও ঢাকার ওয়ারী এলাকার বলধা গার্ডেন, পুরানো ঢাকার বাহাদুরশাহ পার্কেও ফুটেছে কৃষ্ণচূড়া।

জাতীয় সংসদ ভবনের পশ্চিম প্রান্তের ফুটপাথ ঢেকে গেছে সোনালু ফুলে।

মোহাম্মদপুর বেড়িবাঁধের কাছে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের সামনেও আছে ফুটন্ত কৃষ্ণচূড়া। ঢাকা থেকে একটু দূরে কৃষ্ণচূড়ার মনোরম এক যায়গা কুমিল্লার ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত এ জায়গার পুরোটাই কৃষ্ণচূড়ায় ঢাকা। খুব ভোরে পৌঁছুতে পারলে এখানে দেখা যাবে অসাধারণ এক দৃশ্য। ভোরবেলা সিমেট্রির এপিটাফ আর ঘাষগুলো ঢেকে থাকে ঝরা কৃষ্ণচূড়ায়।

সোনালু ফুলের জন্য বরাবরই বিখ্যাত জাতীয় সংসদ ভবনের পশ্চিম ও পূর্বপ্রান্ত। ঢাকার আসাদ গেইট কিংবা মনিপুরীপাড়া থেকে জাতীয় সংসদ ভবনের টানেলের দিকে যাওয়ার সড়কের উত্তর পাশের লাল ইটে বাঁধানো ফুটপাথ ছেয়ে ফুটেছে সোনালু।

গত কয়েক বছরের তুলনা জায়গাটিতে এ বছর ফুলটি অনেক বেশি ফুটেছে। সোনালু ফুলের আরেক রাজ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের সম্মুখভাগ। অ্যানেক্স বিল্ডিং নামে পরিচিত কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পাশের এ জায়গায় সোনালু গাছ সংখ্যায় কম হলেও ডাল ভরা ফুল চোখে পড়ার মতো।

ঢাকার রমনা পার্কের ভেতরের গাছগুলিতেও ফুটেছে সোনালু। এছাড়া হাতিরঝিলে লাগানো ছোট ছোট সোনালু গাছগুলোতেও এ বছর ফুল ফুটেছে।

প্রয়োজনীয় তথ্য

কৃষ্ণচূড়া ও সোনালুর এ জগতে বেড়ানোর সবচেয়ে ভালো সময় ভোরবেলা। খুব ভোরবেলা গেলে গাছের তলায় লাল কিংবা হলুদে ঢাকা পাওয়া যাবে রাতের ঝরা ফুলে। বিকালেও জায়গাগুলোতে বেড়াতে যেতে পারেন।