ত্বকের প্রতিষেধক আমন্ড অয়েল

ত্বকের বিভিন্ন সমস্যায় প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করে এই বাদামের।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2016, 07:04 AM
Updated : 1 May 2016, 07:04 AM

স্বাস্থ্য ও রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে কাঠবাদামের তেলের বিভিন্ন উপকারী দিক তুলে ধরা হয়।

- সাধারণ ‘বডি লোশন’য়ের তুলনায় বেশি কার্যকরভাবে ত্বকের নমনীয়তা ধরে রাখতে সাহায্য করে বাদামতেল। তাই গোসলের পর এই তেল মালিশ করলে ত্বক কোমল থাকবে দীর্ঘক্ষণ।

- আমন্ড অয়েলে রয়েছে প্রচুর ভিটামিন ই যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে দীর্ঘদিন।

- ত্বকের নমনীয়তা বৃদ্ধিতে সহায়তা করে এই তেল। তাছাড়া শুষ্ক ত্বকে এবং ত্বকের বলিরেখা দূর করতেও এই তেল উপকারী।

- কাঠবাদামের তেলে রয়েছে ‘অ্যান্টিইনফ্ল্যামাটরি’ উপাদান যা ব্রণ ও ত্বকের লালচেভাব দূর করতে সাহায্য করে।

- বয়সের কারণে ত্বকের শুষ্ক ও রুক্ষভাব কমিয়ে আনতেও সাহায্য করে এই তেল। পা ফাটা সারাতে, ত্বকের মলীনভাব কমিয়ে ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করবে আমন্ড অয়েল।

- চোখের নিচে কালি ও ত্বকের অন্যান্য কালচেভাব দূর করতে সাহায্য করে আমন্ড অয়েল। ঘুমাতে যাওয়ার আগে চোখের নিচে কয়েক ফোঁটা আমন্ড তেল মালিশ করে নিলে কালচেভাব কমে আসবে।