রাখাইনদের পানি খেলা

কক্সবাজারের রাখাইন সম্প্রদায় বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে পালন করেন বাংলা নববর্ষ। চৈত্র সংক্রান্তি থেকে এ উৎসব শুরু হয়ে চলে প্রায় সপ্তাহজুড়ে। তবে এর আকর্ষণীয় পর্ব পানি খেলা শুরু হয় বৈশাখের চতুর্থ দিন থেকে। রাখাইনদের ভাষায় এই উৎসবের নাম ‘মাহা সাংগ্রেং’। ১৮ এপ্রিল ‘মাহা সাংগ্রেং ১৩৭৮’ পালন করে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়। এ উৎসবের মূল জায়গা হল শহরের খ্যায়াং পাড়া, হাংগর পাড়া, মাঝপাড়া, বড় বাজার, মাছপাড়া, চাউল বাজার ও টেকপাড়া। বাড়ির আঙিনায় আঙিনায় এখানে চলে পানি খেলার আয়োজন। সঙ্গে চলে রাখাইন সম্প্রদায়ের সব বয়সি নারী পুরুষের সম্মিলিত নাচ আর গান। ছবি: আব্দুল মান্নান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2016, 11:07 AM
Updated : 21 April 2016, 11:09 AM