বরফ শীতল ফেইশল

ত্বকের বাড়তি যত্ন নিতে ফেইশলের জুড়ি নেই। আর গরমে তাপ থেকে রেহাই পেতে ত্বকের জন্য বরফশীতল ফেইশল একটি দারুণ পদ্ধতি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2016, 06:26 AM
Updated : 20 April 2016, 06:28 AM

কোনো মাসে হয়ত ব্যস্ততার কারণে ফেইশল করানোর সময় হয়ে উঠলো না। এক্ষেত্রে ঘরেই বরফশীতল পানি দিয়ে এই ফেইশল করে ফেলতে পারেন।

ঠাণ্ডা পানি ভর্তি বড় বাটিতে ৩০ সেকেন্ড মুখ ডুবিয়ে রাখলে ত্বকের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এতে ত্বক যে শুধু শীতল হয় তা নয়, আরও কিছু সমস্যাও দূর হয়।

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে বরফশীতল ফেইশলের পদ্ধতি উল্লেখ করা হয়।

কীভাবে করবেন

- একটি পাত্রে পরিষ্কার ঠাণ্ডা পানি নিন।

- পানির মধ্যে বেশ কয়েকটা বরফের টুকরা ছেড়ে দিন।

- এই পানিতে ১০ থেকে ৩০ সেকেন্ড মুখ ভিজিয়ে নিন। একবারে না পারলে বিরতি দিয়ে কয়েকবার মুখ ডুবিয়ে রাখতে পারেন। এর আগে অবশ্যই চুল একটি ব্যন্ড দিয়ে আটকে নিতে হবে।

উপকারিতা

- চোখের ফোলাভাব ও ক্লান্তি দূর করে। দিনের শুরুতে এই পদ্ধতি অনুসরণ করলে চোখের ফোলাভাব থেকে মুক্তি পাওয়া যায়। বরফশীতল পানি ত্বক জাগিয়ে তোলে ও রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।

- রোদে পোড়া ত্বকের যত্নেও এই পদ্ধতি বেশ উপকারী। তাপের কারণে ত্বকে লালচে ছোপ পড়ে, তাছাড়া অনেকের ত্বকের স্বাভাবিক রংয়ের সঙ্গে নীলচে বা হলদে রংও হয়। এ ধরনের সমস্যা সমাধানেও বেশ কার্যকর এই শীতল ফেইশল।

- তাছাড়া মেইকআপের শুরুতে ত্বক প্রস্তুত করার জন্যও এই ফেইশল করা যেতে পারে।

- যারা খোলা লোমকূপের ঝামেলায় ভুগছেন তাদের জন্য এই পদ্ধতি বেশ উপকারী। ঠাণ্ডা পানি লোমকূপ সংকুচিত করতে সাহায্য করবে।

- ত্বকে আর্দ্রতা ফিরিয়ে নমনীয় করে তুলতে সাহায্য করবে এই প্রক্রিয়া। ফলে বলিরেখা পড়তেও সময় নেবে।

- প্রতিদিন একবার বরফ শীতল পানিতে মুখ ডুবিয়ে নিলে ত্বক প্রাণবন্ত দেখাবে। তাছাড়া ত্বকে আলাদা জেল্লা এনে দেবে এই প্রক্রিয়া।