মুগ পিঠা

বসন্তের আগমন হোক সুস্বাদু এই পিঠা দিয়ে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2016, 03:02 PM
Updated : 12 Feb 2016, 03:02 PM

রেসিপি দিয়েছেন ফারহিন রহমান।

উপকরণ: মুগ ডাল বাটা ১ কাপ (হালকা ভেজে সিদ্ধ করে বেটে নেওয়া)। আতপ চালের গুঁড়া অথবা আটা ১ কাপ বা একটু বেশি। ঘি ১ চা-চামচ। লবণ সামান্য। চিনি ১ কাপ। পানি পরিমাণ মতো। তেল ভাজার জন্য যতটুকু প্রয়োজন।

পদ্ধতি: চালের গুঁড়া সামান্য লবণ আর ১ চা-চামচ ঘি দিয়ে সিদ্ধ করে মুগ ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে কাই বানিয়ে নিতে হবে ।

অন্য পাত্রে চিনি, ১ চা-চামচ ঘি আর পানি একসঙ্গে জ্বাল দিয়ে সিরা বানিয়ে রাখতে হবে ।

এবার কাই দিয়ে একটু মোটা রুটির মতো বেলে ছুরি দিয়ে পছন্দ মতো আকারে কেটে নিন।

সবগুলো কাটা হয়ে গেলে, গরম তেলে মাঝারি আঁচে বাদামি করে ভেজে উঠিয়েই, সিরায় ছেড়ে দিন।

সিরা থেকে উঠিয়ে পরিবেশন করুন ।

সমন্বয়ে: ইশরাত মৌরি।