ডে কেয়ার

কর্মজীবী মায়ের সন্তান দেখভালের জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছে এই সেবা।

মাকসুদা আজীজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2016, 06:29 AM
Updated : 3 Feb 2016, 06:29 AM

একটা সময় ছিল শিশুরা নানী দাদীর কাছেই বড় হত। তবে এখন দিন পাল্টাচ্ছে। যৌথপরিবার প্রথা নেই বললেই চলে। আর শহুরে জীবনে সংসারের হাল ধরতে স্বামীর সঙ্গে স্ত্রীও চাকুরি করছেন সমান তালে। 

এরকম অবস্থায় ছোট সন্তান নিয়ে অনেক বাবা-মাকেই পড়তে হয় সমস্যায়। কাজের সময় কোথায় রেখে যাবেন আদরের সন্তানকে!

রাজধানীর নিকেতনে শৈশব নামে নতুন শুরু হওয়া ডে কেয়ারের কর্ণধার নজরুল ইসলাম মনে করেন ডে কেয়ার শুধু বাবা মায়ের কর্মক্ষেত্রে থাকার সময়টায় থাকার জন্যই নয়। ডে কেয়ার একটি শিশুর সামাজিকতা এবং ব্যক্তিত্ব গঠনের জন্যও অনেক জরুরি।

সাধারণত একটা শিশু ছয় মাস থেকে ছয় বছর বয়সের মধ্যে ডে কেয়ারে বাস করে। মোটামুটি এটাই তার সামাজিকতার এবং চরিত্র গঠন হওয়ার বয়স। এসময় অন্য আরও শিশুদের সঙ্গে মিশতে পারা, তাদের সঙ্গে তাল মেলানো, সমস্যার মোকাবেলা করা ইত্যাদির শিক্ষাও আসে ডে কেয়ার থেকে।

ঢাকার বিভিন্ন স্থানে ইদানীং গড়ে উঠেছে ছোটবড় ডে কেয়ার। অধিকাংশ ডে কেয়ারই শুধু শিশুকে দিনভর রেখে বা খাওয়ার-ঘুমানোর দায়িত্ব নিয়ে দিন পার করে দেন না। পাশাপাশি শিশুর মানসিক এবং শারীরিক বৃদ্ধির প্রতি তারা বেশ সচেতন।

এমনকি স্কুল থেকে ফিরে আসার পরে যত্ন করে হোমওয়ার্কটুকুও করিয়ে দেওয়া হয়। এরকম কিছু ডে কেয়ারের সলুক সন্ধান দেওয়া হল।

শৈশব

সময়সীমা: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা।

বয়সসীমা: ছয় মাস থেকে ছয় বছর। মেয়ে শিশুর ক্ষেত্রে ছয় বছরের পরেও রাখা যাবে।

খরচ: ভর্তি ফি ৬ হাজার টাকা। মাসিক ফি ৬ হাজার টাকা। খণ্ডকালীন ৫শ’ টাকা।

খাওয়ার ব্যবস্থা: শিশু সঙ্গে নিয়ে আসবে।

যোগাযোগ: বাড়ি ২৬, রোড ৬, ব্লক ডি, নিকেতন, গুলশান।

বামবি ল্যান্ড

ধারণ সংখ্যা: ৪০ জন।

সময়সীমা: সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা।

বয়সসীমা: তিন মাস থেকে ১৩ বছর।

খাওয়ার ব্যবস্থা: শিশু সঙ্গে নিয়ে আসবে।

খরচ: সারাদিনের জন্য রাখলে মাসে ১০ হাজার ৪শ’ ৫০ টাকা। আধা বেলার জন্য রাখলে ৮ হাজার ৩শ’ ৬০ টাকা।

যোগাযোগের ঠিকানা: বাড়ি-৬/১৩, রোড-২৭, ব্লক-ই ধানমন্ডি।

কিডজ প্যারাডাইজ

ধারণ সংখ্যা: ২০ জন।

সময়সীমা: সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত (সপ্তাহে ৬ দিন)।

বয়সসীমা: তিন মাস থেকে সাত বছর পর্যন্ত। খাওয়ার ব্যবস্থা: শিশু সঙ্গে নিয়ে আসবে।

খরচ: ভর্তি ফি ১০ হাজার। সারাদিনের জন্য রাখতে খরচ পরবে ৭ হাজার টাকা আর আধা বেলার জন্য রাখলে খরচ পরবে ৫ হাজার টাকা।

যোগাযোগ: ধানমণ্ডির ১৫ নম্বর রোডে ছায়ানটের ঠিক পাশেই অবস্থিত।

ই লার্ন

ধারণ সংখ্যা: ২৫।

সময়সীমা: সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা।

বয়সসীমা: তিন মাস থেকে সাত বছর।

খাওয়ার ব্যবস্থা: শিশু সঙ্গে নিয়ে আসবে।

যোগাযোগ: বাড়ি-১১৯/১, রোড-৯, ব্লক-সি, নিকেতন, গুলশান।

স্পর্শ ডে কেয়ার

ধারণ সংখ্যা: ১৫ জন।

সময়সীমা: সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৭টা।

বয়সসীমা: ছয় মাস থেকে আট বছর।

খরচ: ভর্তি ফি ১০ হাজার, মাসিক বেতন ৮ হাজার টাকা।

খাওয়ার ব্যবস্থা: দুপুরের খাবার ডেকেয়ার থেকে দেওয়া হয়। সকালের খাবার সঙ্গে আনতে হয়।

যোগাযোগ: ফ্ল্যাট-৪(এ), বাড়ি-৮, রোড-২(ই), সেক্টর-৪, উত্তরা।

অল সেইন্টস ইউকে ইন্টারন্যাশনাল স্কুল

ধারণ সংখ্যা: ২০ জন।

সময়সীমা: সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা।

বয়সসীমা: ৬ মাস থেকে ৬ বছর।

খরচ: ভর্তি ফি: ২৫ হাজার টাকা, মাসিক বেতন সারাদিনের জন্য ৯ হাজার, অর্ধেক দিনের জন্য ৭ হাজার।

খাওয়ার ব্যবস্থা: ডে কেয়ার থেকে দেওয়া হয়।

যোগাযোগ: বাড়ি ৩, রোড: ৭ (সি), সেক্টর: ৩, উত্তরা।

ছায়ানীড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে অনেকদিন ধরে এই ডে কেয়ারটি চলছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীদের সন্তান রাখার সুবিধার্থে এই প্রতিষ্ঠান তৈরি করা হলেও এতে বাইরের শিশুদেরও রাখা হয়।

সময়সীমা: রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা। বয়সসীমা: দুই বছর ছয় মাস থেকে পাঁচ বছর। খাওয়ার ব্যবস্থা: শিশু সঙ্গে নিয়ে আসবে।

খরচ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রতি মাসে ১ হাজার ২শ’ টাকা। বাইরের শিশুদের জন্য প্রতি মাসে ২ হাজার ৫শ’ টাকা। সেশন চার্জ ৫শ’ টাকা। খণ্ডকালীন রাখলে প্রতিদিনের জন্য ১শ’ টাকা।

যোগাযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট ক্যাম্পাস।

ছবি: শৈশব ডে কেয়ারের সৌজন্যে।