শালের যত্ন

ঠিকমতো যত্নে থাকবে অনেকদিন।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2015, 11:18 AM
Updated : 10 Jan 2016, 10:20 AM

বাজারে রয়েছে বিভিন্ন ধরনের শাল। সুতির শালে তেমন যত্ন করতে না হলেও পশমি বা উলের শালগুলো যত্নের জন্য দরকার বাড়তি সতর্কতা।

এই ধরনের শালের যত্ন সম্পর্কে কয়েকটি পরামর্শ দিয়েছেন ভারতের শাল, চাদর, স্কার্ফ বিক্রয়কেন্দ্র আহুজাসন্সের ফ্যাশন বিশেষজ্ঞ ভুবন আহুজা।

- পাশমিনা বা উলের শাল সবসময় ড্রাই-ক্লিন করা উচিত।

- অল্প তাপমাত্রায় শালের উপরে আরেকটি কাপড় বিছিয়ে ইস্ত্রি করতে হবে।

- আলমারি বা অন্য কোথাও শাল রাখার ক্ষেত্রে অবশ্যই মসলিন কাপড়ে জড়িয়ে বা কোনো বাক্সে সংরক্ষণ করতে হবে। তবে প্লাস্টিকের কাভার ব্যবহার করা যাবে না। কারণ তাতে ববলিন উঠতে পারে, আলগা উল দলা পাকিয়ে যেতে পারে।

- ন্যাপথালিন ব্যবহার করা যাবে না।

- আর্দ্র বা ভেজা পরিবেশে থেকে দুরে রাখতে হবে।

- ভেজা শাল ঝুলিয়ে শুকাতে দেওয়া যাবে না, সমতল জায়গায় বিছিয়ে দিতে হবে।