পোষা কুকুরদের অন্যরকম দিন

পশুদের মধ্যে কুকুরই মানুষের পাশে সবচেয়ে বেশি দিন; কখনেও বিশ্বস্ত পাহারাদার হয়ে, কখনও বা বন্ধু হয়ে। কুকুর ও মানুষের বন্ধুত্ব এসেছে শিল্পকলায়ও।

আশিক হোসেনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 07:32 PM
Updated : 26 Nov 2015, 07:32 PM

শহরে পোষা কুকুরদের জন্য ঘর থেকে বের হওয়ার সুযোগ কম। স্বজাতির সাথে মেলামেশার সুযোগও তারা সে রকম পায় না।

এই ধরনের কুকুরদের জন্য অন্যরকম একটি দিন ছিল বৃহস্পতিবার।

স্বজাতির সাথে মেলামেশার সুযোগ করে দিতে ঘরে পোষা কুকুরদের নিয়ে প্রথম বারের মতো পোষা কুকুর প্রদর্শনী ও শোভাযাত্রা আয়োজন করেছিল ‘ন্যাশনাল সালভেশন মুভমেন্ট’ নামে একটি সংগঠন।

জাতীয় প্রেস ক্লাবে পোষা কুকুরদের নিয়ে একটি শোভাযাত্রা শেষ করে সেখানেই হয় প্রদর্শনী।

প্রদর্শনীতে অংশ নেয় প্রায় ৪০টি বিভিন্ন জাতের কুকুর। নিজেদের পারদর্শিতাও তুলে ধরে এদের অনেকে।

প্রদর্শনীতে যেমন ছিল হাউন্ড, তেমনি ছিল ছোট জাতের ‘এপার্টমেন্ট ডগ’ও। একে অন্যের সঙ্গে খেলতেও দেখা যায়। 

প্রদর্শনীতে কুকুরগুলোকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেয়া হয়। বিকোতে দেখা যায় কুকুরের খাবার, কলার, শ্যাম্পু, সাবানসহ বেশ কিছু প্রসাধনীও।

বেসরকারি নিরাপত্তা সংস্থা ‘এলিট ফোর্স’ প্রদর্শনীতে নিয়ে আসে বিভিন্ন জাতের ২১টি কুকুর।

এর মধ্যে ছিল জার্মান শেফার্ড, গোল্ডেন রেট্রাইভার, ডোবারম্যান, ল্যাব্রেডর, ইংলিশ মাস্টিভ, পাগ, স্পানিয়েল জাতের কুকুর।

প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক (প্রশিক্ষণ) মো. আজমত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কুকুরগুলো মূলত নিরাপত্তামূলক কাজে ব্যবহার করা হয়।  এভাবেই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”

নিজের পোষা তিন বছর বয়সের বক্সার জাতের কুকুর ‘নায়নো’কে নিয়ে প্রদর্শনীতে আসে পুরান ঢাকার আনন্দ দাস বাপ্পী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লায়নো এই প্রথম এ ধরনের প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এখানে সে তার নিজের জাতের অনেককে দেখা সুযোগ পাচ্ছে। এ ধরনের আয়োজন আরও হলে ভালো হয়।”

মিরপুরের শাহরিয়ার আসেন তার এক বছর ১১ মাস বয়সের জার্মান শেফার্ড জাতের কুকুর ‘এ্যরো’কে নিয়ে।

তিনি বলেন, “আমার এবং এ্যারো দুজনের জন্যই এটা চমৎকার অভিজ্ঞতা। এখানে অনেক ধরনের কুকুর দেখতে পেলাম। একটি কুকুর অন্য কুকুরকে দেখে ব্যবহার বা অন্য কিছু শিখতে পারে। আমি আশা কর এ্যারো এখানে অনেক কিছু শিখবে।”

শুধু যে বিদেশি তা নয়, দেশি জাতের কুকুর নিয়েও আসেন অনেকে। এদের একজন খিলক্ষেতের আরাফাত শুভ। তার কুকুরের নাম ‘লিম্বো’।

তিনি বলেন, “এ ধরনের প্রদর্শনী পোষা প্রাণী নিয়ে মানুষের যে অজ্ঞতা আছে সেগুলো দুর করতে পারে। আমি মনে করি এতে করে প্রাণীর প্রতি মানুষের সহানুভূতি ও ভালোবাসা জন্মাবে।”

একই মত প্রকাশ করেন প্রদর্শনীর আয়োজক জালাল উদ্দিন মজুমদার।

তিনি বলেন, “আমাদের দেশে কুকুরের প্রতি নৃশংসতার বহু উদাহরণ রয়েছে। অথচ এই প্রাণীটির মতো বিশ্বস্ত প্রাণী আর নেই। প্রশিক্ষিত কুকুর মানুষের সবচেয়ে কাছের বন্ধু হতে পারে।”

মানুষের মধ্যে এই সচেতনতা তৈরিই এ আয়োজনের লক্ষ্য বলে জানান তিনি।