বেঙ্গল মিটের কোরবানি সেবা

ওয়েবসাইটে গরু পছন্দ করে অর্ডার দিলে কুরবানি দিয়ে মাংস পৌঁছে যাবে ঈদের তৃতীয় দিনে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2015, 10:56 AM
Updated : 17 Sept 2015, 10:56 AM

কোরবানির ঈদে বেঙ্গল মিট থেকে কোরবানির পশু বাছাই ও নির্বাচন করে কোরবানি দেওয়া যাবে।

এক বিজ্ঞপ্তিতে বেঙ্গল মিট জানায় এই পুরো প্রক্রিয়া শরিয়াহ মেনে করা হবে।

গ্রাহকরা www.products.bengalmeat.com/qurbani থেকে পশু বাছাই করতে পারবেন। তারপর ঢাকা শহরে গুলশান, ধানমণ্ডি, উত্তরা ও ওয়ারীতে বেঙ্গল মিটের চারটি দোকানে গিয়ে অর্ডার দেওয়া যাবে ও অর্থ পরিশোধ করা যাবে।

গ্রাহকরা যাতে ‘ঝামেলামুক্তভাবে’ ঈদ উদযাপন করতে পারেন এজন্য বেঙ্গল মিট তাদের পক্ষ থেকে কোরবানির পশু জবাই ও প্র্রক্রিয়াজাত করার সমস্ত দায়িত্ব পালন করবে। ঈদের দিন পশু কোরবানি দিয়ে মাংস ক্রেতাদের বাসায় সরাসরি পৌঁছে দেওয়া হবে ঈদের তৃতীয় দিন।

বেঙ্গল মিট কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে কোরবানির সম্পূর্ণ প্রক্রিয়া বিধিসম্মত উপায়ে হালালভাবে সম্পন্ন করবে। আর এ জন্যই গ্রাহকদের কাছে মাংস পৌঁছে দিতে দু'দিন সময় লাগবে। 

ওয়েবসাইটে পশুর যে দাম দেখানো হয়েছে তার সঙ্গে কোরবনির এই সেবার জন্য আরও ১৭ হাজার টাকা যোগ করা হবে।

২০ সেপেটম্বরে পর্যন্ত গরুর অর্ডার দেওয়া যাবে।