সেমাইয়ের মিঠা-টুকরা

মুখ মিষ্টিতে অনন্য স্বাদ।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2015, 11:05 AM
Updated : 6 Sept 2015, 11:05 AM

রেসিপি দিয়েছেন ফারহিন রহমান।

উপকরণ

সিদ্ধ সেমাই ২ কাপ। ডিমের সাদা অংশ ১টি। কর্নফ্লাওয়ার ১,২ টেবিল-চামচ। তরল দুধ ১ লিটার। এলাচ ২,৩টি। দারুচিনি ১টি। তেল এবং ঘি (ভাজার জন্য)। চিনি স্বাদ মতো। ভ্যানিলা এসেন্স সামান্য। কিশমিশ ও বাদাম-কুচি সাজানোর জন্য।

পদ্ধতি

একটি পাত্রে দুধ নিয়ে তাতে এলাচ, দারুচিনি, চিনি, ভ্যানিলা এসেন্স এসব উপকরণ মিশিয়ে অল্প আঁচে ফুটতে দিন। দুধ ঘন করতে হবে জ্বাল দিয়ে।

সিদ্ধ করা সেমাইয়ের মধ্যে ডিম, কর্নফ্লাওয়ার আর এক টেবিল-চামচ চিনি দিয়ে সবকিছু মাখিয়ে নিন। একটু মেখে গোল গোল চ্যাপটা করে বড়ার মতো বানান। এবার প্যানে তেল বা ঘি গরম করে অল্প আঁচে বড়াগুলো সোনালি করে ভাজুন। তারপর ফুটন্ত দুধে ছেড়ে দিন।

বড়াসহ দুধ আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে নামিয়ে ফেলুন। উপরে বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।