মশা করতে দূর

নিমের তেল বা রসুন ব্যবহার করুন।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 11:07 AM
Updated : 5 Sept 2015, 04:45 PM

ঘরের আশপাশে অপরিষ্কার নালা বা জলাশয়ের কারণে মশার উপদ্রোপ বেশি হয়ে থাকে। সাধারণত বাজারে মশা তাড়ানোর যে স্প্রে বা কয়েল পাওয়া যায়, তা বেশিরভাগই বেশ বিষাক্ত। যা ঘরের মানুষ, বিশেষত শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর।

জয়বাইনেচার ডটকম’য়ের প্রতিষ্ঠাতা শৈলেশ মেহেতা ভেষজ উপাদান নিম ও নারিকেলের তেল, রসুন ইত্যাদি দিয়ে মশা দূর করার কিছু উপায় উল্লেখ করেন।

- নিমের তেলের গন্ধ মশা তাড়াতে সহায়ক। তাই নিমের তেল ও নারিকেল তেল সমান পরিমাণে মিশিয়ে শরীরে মাখলে মশা কামড়ায় না।

- মশার ঘরে প্রবেশ আটকাতে জানালার পাশে তুলসী গাছ রোপন করা যেতে পারে। এই গাছের বিশেষ উপাদান মশার বংশ বিস্তার রোধ করে।

- লেবুর তেল এবং ইউক্যালিপটাস তেল মশা তাড়ানোর উপযোগী একটি উপায়। এসব তেলে রয়েছে সিনিওল নামক উপাদান। যা গায়ে মাখলে অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করার পাশাপাশি করে ও পোকামাকড় তাড়াতে সাহায্য করে।

- কর্পূর মশা তাড়াতে অত্যন্ত কার্যকর একটি উপকরণ। এই উপাদান মশা তাড়াতে সব থেকে দীর্ঘ সময় কাজ করে। একটি বন্ধ ঘরে কর্পূর পোড়ানো হলে তা মশামুক্ত রাখতে সাহায্য করে।

- রসুনের তীব্র গন্ধ মশা তাড়াতে সাহায্য করে। এজন্য কয়েকটি রসুনের কোয়া থেতলে পানিতে সিদ্ধ করতে হবে। ওই পানি সারা ঘরে স্প্রে করে দিলেই মশার যন্ত্রণা থেকে রেহাই পাওয়া সম্ভব।

ছবি: রয়টার্স।