সাইন্স ফিকশন কনভেনশন ২০১৫

সাইফাই মুভির থিম নিয়ে বিশেষ আয়োজন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 11:41 AM
Updated : 5 Sept 2015, 07:08 AM

থিমভিত্তিক পার্টি প্ল্যানার ও ইভেন্ট অর্গানাইজিং ফার্ম ‘ফান ফ্যাক্টরি রাইডস’ বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘সাইন্স ফিকশন কনভেনশন ২০১৫’।

গুলশান ১ য়ের ইমানুয়েল’স ব্যানকুয়েট হলে ৩ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। প্রথম দিন প্রদর্শনী দুপুর ১টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। বাকি দুই দিন হবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

প্রদর্শনীর মূল আকর্ষণ হিসেবে থাকছে ব্যাটম্যানের ব্যাটপড, ফ্যান্টাসটিক ফোর’য়ের দ্য থিঙ্গ, বিগ হিরো সিক্স’য়ের বেম্যাক্স, ওয়াল-ই, নাসার স্পেস শাটল, এলইডি ইনফিনিটি মিরোর, থ্রিডি ওয়াল এবং ফ্লোর আর্ট ইত্যাদিসহ আরও অনেক কিছু।

থাকছে টার্মিনেটর, লুসি, ম্যাট্রিক্স, স্টার ওয়ার্স, নিউটন, ড্রাগন বল জেড ইত্যাদিসহ মোট ৩৩টি সাইন্স ফিকশন কর্নার।

আছে সাইন্স ফিকশন মুভি, টেলিভিশন সিরিজ, কমিকস, অ্যানিমেশন চরিত্রের ‘কসপ্লে’ প্রতিযোগিতা।

সাধারণ দর্শনার্থীদের টিকেটের মূল্য তিনশ’ টাকা আর কসপ্লেয়ার ক্ষেত্রে টিকেটের মূল্য দুইশ’ টাকা।