বন্ধন শক্ত করতে ফেইসবুক

শুধু কেনাকাটা নয়, যেসব দম্পতি ফেইসবুকে একসঙ্গে সময় কাটান তাদের মধ্যে সম্পর্কের বন্ধন বেশি।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 08:52 AM
Updated : 4 August 2015, 10:43 AM

আর অনলাইনে যোগাযোগ রাখা দম্পতিদের তুলনায় যেসব দম্পতি ফেইসবুকে এক অপরকে এড়িয়ে যান তাদের সম্পর্কের বাঁধন কম।

সম্প্রতি মজার এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। 

ইউনিভার্সিটি অফ উইসকন্সন-মাডিসনের গবেষকরা জানতে পেরেছেন, যেসব দম্পতি ফেইসবুকে চ্যাট করেন, বাস্তব জীবনেও তারা ওই অনুভূতিগুলো প্রতিফলিত করেন এবং তাদের বৈবাহিক বন্ধন মজবুত হওয়ার সম্ভাবনা বেশি।

মানুষ জনসম্মুখে নিজের সম্পর্কে যা বলে তার প্রতি গুরুত্ব দেয়।

গবেষণার সহকারী গবেষক কাটালিনা তমা ডেইলিডট ডটকমকে বলেন, “সম্পর্ক এবং জনসম্মুখে দায়িত্ব কাঁধে নেওয়ার ঘোষণা দিলে, ওই ব্যক্তি তার সঙ্গীর প্রতি বেশি দায়িত্বশীল হয়, এই ধারণা থেকেই বিষটা আমরা প্রয়োগ করে দেখতে চেয়েছিলাম”

এই সিদ্ধান্তে আসতে গবেষক দলটি দম্পতিদের তাদের সম্পর্কে খুঁটিনাটি এবং দায়িত্ববোধের মাত্রা সম্পর্কে প্রশ্ন করেন।

পাশাপাশি ফেইসবুকে এই দম্পতিদের ‘বন্ধুসুলভ কার্যকলাপ’ নিয়েও গবেষণা করা হয়।

তারা দেখেন, যেসব দম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাট করা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যকার সম্পর্ক বেশি শক্তিশালী। 

সার্বজনীন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্স সেন্টারের করা সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে, ফেইসবুকে দম্পতিদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

গবেষণায় দেখা গেছে, শতকরা ৭৫ ভাগ মা-বাবা ফেইসবুকে লগ অন করেন প্রতিদিন। তবে বাবাদের তুলনায় মায়েরা ফেইসবুক বেশি ব্যবহার করেন।

প্রায় ৩৭ শতাংশ মায়েরা নিয়মিত ফেইসবুক ব্যবহার করেন, অপরদিকে বাবাদের মধ্যে ফেইসবুকে নতুন পোস্ট দেথেন ২০ শতাংশ

ছবি: রয়টার্স।