লাইফস্টাইল

কেশ উজ্জ্বল রাখার পন্থা
বরফ শীতল পানি বা অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে ধুলে চুল হয় চকচকে।
গ্রীষ্ম উপযোগী ফেইস স্ক্রাবস
গরমে রূপচর্চার রুটিনে স্ক্রাব যুক্ত করলে মিলবে কোমল উজ্জ্বল ত্বক।
শুধু কন্ডিশনার ব্যবহার করেও চুল ধোয়া যায়
‘কো-ওয়াশিং’ হল শ্যাম্পু না করে কন্ডিশনার দিয়ে চুল পরিষ্কার করার পদ্ধতি।
সংবেদনশীল ত্বকের জন্য সানস্ক্রিন নির্বাচনের উপায়
এসপিএফ’য়ের মাত্রা বেশি হলেও সংবেদনশীল ত্বকে সমস্যা হতে পারে।
ঠোঁট রাঙাতে যেসব বিষয় খেয়াল রাখা দরকার
শুষ্ক ঠোঁটে লিপস্টিক ব্যবহারে দেখতে আরও বাজে লাগবে।
কতদিন পর পর চুলে ব্লিচ করা যায়?
ঘন ঘন ব্লিচ করলে চুল ভঙ্গুর হয়ে যায়।
প্রাকৃতিক পন্থায় যেভাবে রোদে-পোড়াভাব দূর করা যায়
রান্নাঘরে থাকা উপাদান দিয়েই সারিয়ে তোলা যায় রোদে-পোড়াভাব।
শুষ্ক মৌসুমে নখ ভালো রাখার পন্থা
শীত চলে গেলেও শুষ্কতার কারণে নখে নানান সমস্যা দেখা দিতে পারে।